শিরোনাম
চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠায় গর্বের বাকেরগঞ্জের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান জগন্নাথপুরে ২৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সিলেটে ভাই হয়ে বোনের কাছে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি, শংকিত প্রবাসী পরিবার ! পীরগঞ্জে স্কুল শিক্ষকের রাজস্বীক বিদায় ছাতকে ভারতীয় চিনি সহ এক চোরাকারবারি গ্রেফতার  মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক”অমল”গ্রেফতার শাল্লায় বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে  গোয়াইনঘাটের বিছনাকান্দি সীমান্তে এস আই রাকিবের তত্বাবধানে বেপরোয়া চোরাচালান বানিজ্য একাধিক মামলার আসামি শুটার হান্নান কারাগারে
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

ডিয়াবাড়ি স্কোটিং ক্লাবের ইনলাইন স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৮৭ Time View
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

ডিয়াবাড়ি স্কোটিং ক্লাবের আয়োজনে উত্তরা ১৫ নং সেক্টরে অমর একুশে ফেব্রুয়ারীতে ইনলাইন স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২টি ইংরেজী মাধ্যম স্কুল এবং ডিয়াবাড়ী স্কেটিং ক্লাব এর ২০০ জন প্রতিযোগী অংশগ্রহন করেন।

বাংলাদেশে স্কেটিং খেলা শুরু হয়েছে মোটামুটি ৪৫ বছর হতে চলল। আর্জেন্টাইন কোচ গ্রেগো সহ দুজন বাংলাদেশির হাত ধরে এর যাত্রা শুরু হয়। এরপর ১৯৯৪ সালে গঠিত হয় বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন। এই ফেডারেশনের অধীনে দেশের বিভিন্ন অঞ্চলে স্কেটিং খেলোয়াড় তৈরির কাজ চলতে থাকে। এর ধারাবাহিকতায় ডিয়াবাড়িতে অনুষ্ঠিত হয় ইনলাইন স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত।

স্কেটিং জুতা, সেভ গার্ড, হাতের কনুই ও পায়ের হাঁটুর জন্য বিশেষ সেফটি গার্ড, হেলমেট, হাতের গ্লাভস, জার্সি ও শর্টস পরে একের পর এক ক্ষুদ্রে প্রতিযোগী হাসি মুখে এগিয়ে আসছিলো প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ,উপ-পুলিশ কমিশনার, রওনক জাহান। এছাড়া উপস্থিত ছিলেন, মো এখলাস উদ্দিন, মো : আতাউর রহমান মামুন, ডা: শাহ জাহান সিরাজ প্রমুখ।

ডিয়াবাড়ি স্কেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক ডালিম বলেন, ‘বর্তমানে অনেক ছেলেমেয়ে স্কেটিং খেলায় আগ্রহী হচ্ছে। ছোট বয়স থেকেই অনেকে শুরু করছে। তৃণমূল থেকে আমরা সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করার চেষ্টা করছি। অল্প সময়ের মধ্যেই আমাদের স্কেটিং দল আরও ভালো ফল বয়ে আনবে আশা করি। পা চলবে, কিন্তু হাঁটার কষ্ট নেই। স্কেটিংয়ের মজাই আলাদা। দ্রুতগতিতে পথ চলাই শুধু নয়, স্কেটিং আসলে একধরনের খেলা, যে খেলা শরীর ফিট রাখতেও সাহায্য করে।’ তিনি আরো জানান, ডিয়াবাড়ি স্কেটিং ক্লাব আমার জীবনের একটি অংশ। এখানে বাচ্চারা স্কোটিং করে। মাদক ও মোবাইল থেকে দূরে থেকে এখানে সময় কাটায় এটা আমার খুব ভালো লাগে। আমি চাই আগামীতে ডিয়াবাড়ি স্কেটিং ক্লাব থেকে বিশ্বমানের খেলোয়াড় তৈরি হয়ে জাতীর জন্য সুনাম বয়ে আনুক। বিদেশে টুর্নামেন্টে আমার ক্লাব থেকে অংশগ্রহন করার ইচ্ছা আছে।

 

ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, খুলনাসহ বিভিন্ন শহরে স্কেটিং খেলা চলছে ক্লাবের মাধ্যমে বা ব্যক্তিগতভাবে। চাকাযুক্ত বিশেষ জুতা পরে গতিময় ছুটে চলার একমাত্র সহজ উপায় হলো স্কেটিং। বাংলাদেশের খেলোয়াড়েরা স্কেটিংয়ের বিভিন্ন ক্যাটাগরির খেলায় বর্তমানে নিয়মিত অংশ নিচ্ছে।

‘বর্তমানে অনেক ছেলেমেয়ে স্কেটিং খেলায় আগ্রহী হচ্ছে। পাঁচ বয়স থেকেই অনেকে শুরু করছে। বর্তমানে বাংলাদেশে প্রতিবছর স্কুলভিত্তিক স্কেটিং প্রতিযোগিতা, জাতীয় স্কেটিং প্রতিযোগিতা, আন্তক্লাব স্কেটিংসহ নানা ধরনের প্রতিযোগিতা হচ্ছে। দেশের বাইরে নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ স্কেটিং দল।

বয়সভিত্তিক ৬-৮, ৮-১০, ১০-১২, ১২-১৪, ১৪-১৬, ১৬-১৮ ক্যাটাগরিতে প্রতিযোগিতা হয়। এ ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে রয়েছে আরেকটি ক্যাটাগরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ