নীলফামারী প্রতিনিধি:
মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ কারী ভাষা-শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মপ্রকাশ করলো ভিন্ন দৃষ্টি সমাজ কল্যান সংস্থা নামে একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ।
২১ শে ফেব্রুয়ারী শুক্রবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা-শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংস্থা টি আত্মপ্রকাশ করে।
ভিন্ন দৃষ্টি সমাজ কল্যান সংস্থার আত্মপ্রকাশে আলোচনা সভা এবং দিনব্যাপি ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় এসময় উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্প এবং আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রসাশক ও জেলা ম্যাজিস্টেট মোহাম্মদ নায়িরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট নীলফামারী, সুমনা শাহনাজ চৌধুরী , অধ্যক্ক পলাশবাড়ী ডিগ্রী কলেজ নীলফামারী এবং উপদেষ্টা ভিন্ন দৃষ্টি সমাজ কল্যান সংস্থা । আরো উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মনাহার ইসলাম মনির,
সাধারণ সম্পাদক উত্তম কুমার মালো, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সহ সংস্থার সকল সদস্য বৃন্দ
উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্প এবং আলোচনা সভার সভাপতিত্ব করেন ভিন্ন দৃষ্টি সমাজ কল্যান সংস্থার প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল খালেক,ডিসট্রিক্ট একাউন্টস এ্যান্ড ফিন্যাপ অফিসার নীলফামারী। প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন ভিন্ন দৃষ্টি সমাজ কল্যান সংস্থা আসলেই একটি ভিন্ন ধরনের সংস্থা আজকে ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা আত্মপ্রকাশ করলো এবং আত্মপ্রকাশের প্রথম দিনে তারা এতো বড় সুন্দর একটি উদ্যোগ নিয়েছে যে অসহায় দুস্ত মানুষদের কে ফ্রী মেডিকেল সেবা দিয়েছে তাই আমি এই ভিন্ন দৃষ্টি সমাজ কল্যান সংস্থার দীর্ঘায়ু কামনা করি এবং আশা করি এই ভিন্ন দৃষ্টি সমাজ কল্যান সংস্থা আগামীতে আরো ভালো কিছু করবে।
এসময় উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্প এবং আত্মপ্রকাশের অনুষ্ঠানের পলাশবাড়ী ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।