নাফ নদীতে বিজিবি’র অভিযান: বিপুল ইয়াবাসহ গ্রেফতার-১
মোহাম্মদ শহিদুল্লাহ, স্টাফ রিপোর্টার :: কক্সবাজারের টেকনাফে জাদিমুড়া এলাকায় নাফ নদীতে বিজিবি’র চিরুনি অভিযান চালিয়ে জলসীমা অতিক্রম করে এপারে পাচারের সময় ১ লাখ ইয়াবাসহ এক জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২-বিজিবি)
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪ টার দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন(২ বিজিবির)’র অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
বিজিবি জানান, মিয়ানমারের মংডু এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা রয়েছে। এ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ, হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার নাফ নদীতে কৌশলগত স্থানে বিজিবির নৌ ও স্থল টহল জোরদার করা হয়। ভোর ৩টার দিকে মিয়ানমার থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশের দিকে আসার চেষ্টা করলে বিজিবির নৌ-টহল দল তাদের গতিবিধি লক্ষ্য করে। এ সময় মাদককারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এফডিএমএন ক্যাম্প-২৭, ব্লক-সি/১-এর বাসিন্দা ওলা মিয়ার ছেলে মোঃ সালামকে এক লাখ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সময় আয়াজ সহ তাঁর সহযোগীরা রাতের অন্ধকারের সুযোগে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান।
তিনি আরও বলেন, আটক আসামি ও জব্দকৃত ইয়াবা যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।