নরসিংদী প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরার চারাবাগ নামক স্থানে বাস চাপায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে মহাসড়কের পুষ্টিরাজ ফিডমিল সংলগ্ন স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,রায়পুরা উপজেলার জংগী শিবপুর বেপারী পাড়া এলাকার জুম্মন মিয়ার ছেলে রনি মিয়া (৩২) এবং একই এলাকার হাবিবুর রহমানের ছেলে তাপস মিয়া (৩৫)। নিহতের স্বজনরা জানান, তারা দুইজনে দুপুরে মোটরসাইকেল দিয়ে নরসিংদীতে আত্মীয়ের বাড়িতে দাওয়াতে খেতে যাচ্ছিলেন৷ চারাবাগ নামক স্থানে যাওয়ার পথে বাসের সাথে দূর্ঘটনায় ঘটনাস্থলেই দুজই মারা যায়। একই বাড়ির দুই জনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের স্বজন হেলিম মিয়া জানান, নিহতরা একজন আমার চাচাতো ভাই এবং অপরজন আমার ভাতিজা হয়। তারা নরসিংদীতে আমাদের এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিল।যাওয়ার পথে দূর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার ওসি মোঃ নুরুল হক জানান, আমারা জুমা’র নামাজের পরপর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছি। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।