শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

চুনারুঘাট পাচারগাঁও খেলার মাঠ সংলগ্ন করঙ্গী নদী থেকে অবৈধভাবে সিলিকা বালু চুরি,জড়িত প্রভাবশালী চক্র।

স্টাফ রিপোর্টার / ১০৫ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

চুনারুঘাট পাচারগাঁও খেলার মাঠ সংলগ্ন করঙ্গী নদী থেকে অবৈধভাবে সিলিকা বালু চুরি,জড়িত প্রভাবশালী চক্র।

 

চুনারুঘাট (হবিগঞ্জ),প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পাচারগাঁও খেলার মাঠের পাশে অবস্থিত করঙ্গী নদী থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের মহোৎসব চলছে। একটি সংঘবদ্ধ চক্র দিনের পর দিন দেশের রাজস্ব ফাঁকি দিয়ে নির্বিচারে বালু উত্তোলন করে চলেছে। এর ফলে এলাকার কৃষি জমি নষ্ট হচ্ছে, নদীর তীরবর্তী বাড়িঘরে ভাঙন দেখা দিয়েছে এবং খেলার মাঠে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, গত ৫ই আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে এই অবৈধ বালু উত্তোলনে জোরদার হয়েছে ‘বালু খেকুরা’। স্থানীয় সূত্রে জানা গেছে, যারা এই অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের মধ্যে রয়েছেন,আমিনূর (পিতা: রজব আলী, পাচারগাঁও) লুৎপুর (পিতা: ফিরুজ আলী, পাচারগাঁও) হাবীব (পিতা: ফিরুজ আলী, পাচারগাঁও) তৌয়ব আলী (পিতা: হোরাই, পাচারগাঁও) শহীদ আলী (পিতা: হোরাই, পাচারগাঁও) আমির উদ্দীন (পিতা: কদ্দুস আলী, পাচারগাঁও) রাহেল মিয়া (পিতা: দরবেশ আলী, পাচারগাঁও) আল মামুন (পিতা: চৌরত আলী, পাচারগাঁও) টিপু (পিতা: আলতা আলী মিয়া,পাচারগাঁও) শফিক আলী (পিতা: নবাব উল্লাহ, পাচারগাঁও) আব্দুল কাইয়ুম (পিতা: মগউল হোসেন, পাচারগাঁও) আয়াত আলী (পিতা: আব্দুল গফুর, পাচারগাঁও) সাজে মিয়া (পিতা: আব্দুল মালেক, চৌধুরীগাঁও) গিয়াস উদ্দীন (পিতা: আব্দল আলী, উত্তর রাণীগাঁও/সরকারগাঁও) বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং নদীর পাড় দুর্বল হয়ে পড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে তীরবর্তী এলাকায়। এলাকার একাধিক বাসিন্দা জানান, ফসলি জমিগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং পাড়ের কাছাকাছি থাকা বহু বাড়িঘর এখন ভাঙনের মুখে। উত্তর পাচারগাঁও খেলার মাঠের পাশে এই উত্তোলন চলায় খেলাধুলার পরিবেশও নষ্ট হচ্ছে।

স্থানীয় একজন বলেন, “আমরা চাইছি আমাদের জমি-জমা, ঘরবাড়ি আর খেলার মাঠটা বাঁচুক। দেশের রাজস্ব ফাঁকি দিয়ে যেভাবে বালু লুট হচ্ছে, তা চলতে থাকলে আমরা বড় বিপদে পড়ব।”এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। স্থানীয়রা মনে করেন, জেলা বা উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হবে এবং এলাকার মানুষ পরিবেশগত বিপর্যয়সহ নানা সমস্যা থেকে রেহাই পাবে।

অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নদী ও স্থানীয় সম্পদ রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ