চুনারুঘাট পাচারগাঁও খেলার মাঠ সংলগ্ন করঙ্গী নদী থেকে অবৈধভাবে সিলিকা বালু চুরি,জড়িত প্রভাবশালী চক্র।
চুনারুঘাট (হবিগঞ্জ),প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর পাচারগাঁও খেলার মাঠের পাশে অবস্থিত করঙ্গী নদী থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের মহোৎসব চলছে। একটি সংঘবদ্ধ চক্র দিনের পর দিন দেশের রাজস্ব ফাঁকি দিয়ে নির্বিচারে বালু উত্তোলন করে চলেছে। এর ফলে এলাকার কৃষি জমি নষ্ট হচ্ছে, নদীর তীরবর্তী বাড়িঘরে ভাঙন দেখা দিয়েছে এবং খেলার মাঠে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গত ৫ই আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে এই অবৈধ বালু উত্তোলনে জোরদার হয়েছে ‘বালু খেকুরা’। স্থানীয় সূত্রে জানা গেছে, যারা এই অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের মধ্যে রয়েছেন,আমিনূর (পিতা: রজব আলী, পাচারগাঁও) লুৎপুর (পিতা: ফিরুজ আলী, পাচারগাঁও) হাবীব (পিতা: ফিরুজ আলী, পাচারগাঁও) তৌয়ব আলী (পিতা: হোরাই, পাচারগাঁও) শহীদ আলী (পিতা: হোরাই, পাচারগাঁও) আমির উদ্দীন (পিতা: কদ্দুস আলী, পাচারগাঁও) রাহেল মিয়া (পিতা: দরবেশ আলী, পাচারগাঁও) আল মামুন (পিতা: চৌরত আলী, পাচারগাঁও) টিপু (পিতা: আলতা আলী মিয়া,পাচারগাঁও) শফিক আলী (পিতা: নবাব উল্লাহ, পাচারগাঁও) আব্দুল কাইয়ুম (পিতা: মগউল হোসেন, পাচারগাঁও) আয়াত আলী (পিতা: আব্দুল গফুর, পাচারগাঁও) সাজে মিয়া (পিতা: আব্দুল মালেক, চৌধুরীগাঁও) গিয়াস উদ্দীন (পিতা: আব্দল আলী, উত্তর রাণীগাঁও/সরকারগাঁও) বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং নদীর পাড় দুর্বল হয়ে পড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে তীরবর্তী এলাকায়। এলাকার একাধিক বাসিন্দা জানান, ফসলি জমিগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে এবং পাড়ের কাছাকাছি থাকা বহু বাড়িঘর এখন ভাঙনের মুখে। উত্তর পাচারগাঁও খেলার মাঠের পাশে এই উত্তোলন চলায় খেলাধুলার পরিবেশও নষ্ট হচ্ছে।
স্থানীয় একজন বলেন, “আমরা চাইছি আমাদের জমি-জমা, ঘরবাড়ি আর খেলার মাঠটা বাঁচুক। দেশের রাজস্ব ফাঁকি দিয়ে যেভাবে বালু লুট হচ্ছে, তা চলতে থাকলে আমরা বড় বিপদে পড়ব।”এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। স্থানীয়রা মনে করেন, জেলা বা উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হবে এবং এলাকার মানুষ পরিবেশগত বিপর্যয়সহ নানা সমস্যা থেকে রেহাই পাবে।
অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নদী ও স্থানীয় সম্পদ রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin