হরিরামপুরে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ হতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:: ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যে সকল শহীদের আত্ন ত্যাগের বিনিময়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জিত হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্প অর্পণ সহ শহীদের রুহের মাগফেরাত কামনা দোয়া ও মোনাজাত করা হয়েছে।
উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় শহীদের স্মরণে পুষ্প অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
১৬ ই ডিসেম্বর মঙ্গলবার ভোরে উপজেলা শহীদ মিনারে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস,সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা মোঃ গোলাম রসূল শাহীন,গোপিনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ শিকদার ও সাধারন সম্পাদক এসএম জাফর আলম।
এছাড়াও উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আলতাফ হোসেন,উপজেলা যুবদলের সদস্য মোহর আলী, নয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মিরাজ হোসেন প্রমূখ।
উপস্থিত নেতাকর্মীরা জানান, আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বাধীনতার ঘোষক – সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ সে সকল শহীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।