বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হরিরামপুরে ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদয়ালয়ের শত বর্ষ উদযাপিত।
মোঃ বিল্লাল হোসেন, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি। বর্ণাঢ্য আয়োজনে মধ্যে দিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল শতবর্ষ উদযাপিত হয়েছে।
১৩ ডিসেম্বর দিনব্যাপি র্যালি, সংগীত অভিনয় ও নাটক এবং সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে দিয়ে স্কুল প্রাঙ্গণে উদযাপিত হয়েছে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট শিক্ষাবিদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ঢাকা সভাপতি প্রফেসর ড.মোহাম্মদ কায়কোবাদ,প্রধান পৃষ্ঠপোষক ডেবোনিয়ার গ্রুপের চেয়ারম্যান নায়ারা নূর নীপা,ইব্রাহিমপুর স্কুল সম্মিলিত প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক ও ডেবোনিয়ার গ্রুপের ময়ানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আইউব খান এফসিএ ও সদস্য সচিব- ব্লাকবার্ণ এ্যাপারেন্স লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন (তুষার) ও সিনিয়র যুগ্ন সদস্য সচিব ফারুক ওয়াদুদ খান।
এ ছাড়া ও আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা ও কর্মচারী এবং প্রাক্তন ছাত্র -ছাত্রীবৃন্দ। উপস্থিত বক্তরা জানান,ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল শতবর্ষ উদযাপনের সাফল্য কামনা করছি।
উল্লেখ্য, বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপি নানা আয়োজন ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং শতবর্ষের এই ঐতিহ্য, গৌরব ও স্মৃতিকে ঘিরে এলাকাবাসীর মাঝে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজমান।