শেরপুর প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝিনাইগাতীতে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদের শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাত ১২ টা ০১ মিনিটে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আশরাফুল আলম রাসেল।
ঝিনাইগাতী থানার পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) আল-আমীন এর পড় মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা বিএনপি,স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস,বন বিভাগ, সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন,স্বেচ্ছাসেবী সংগঠন বিউটি অফ ঝিনাইগাতী,ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাব,বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ্য থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম,ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক মো:শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,ডা:সেরাজুল হক স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফকির মো:সিদ্দিক,স্বেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, ডা:সেরাজুল হক স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ফকির মো: মনিরুজ্জামান সোহাগ, ইউপি সদস্য জাহিদুল হক মনির,বৈষম্য বিরোধী ছাত্র আনদোলনের নেতা লুৎফর রহমান লাজু সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।