রাজধানীর রমনার আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্হতা কামনায় মঙ্গল আরতি, প্রার্থনা সভা অনুষ্ঠিত
সেলিম মাহবুবঃ ঢাকার রাজধানীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভের উদ্দেশ্যে শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমের উদ্যোগে শুক্রবার বিকেলে এক প্রার্থনা সভা ও যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। এদেশের জনগণের এখন সৃষ্টিকর্তার কাছে একই প্রার্থনা করেন জনগণের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন আরোগ্য লাভ করে আবার জনগণের মাঝে ফিরে আসে। দলমত নির্বিশেষে সকলের এখন সৃষ্টিকর্তার কাছে একই চাওয়া। রমনা কালী মন্দিরের সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য, সাপ্তাহিক পত্রিকা জয়যাত্রা’র সম্পাদক অপর্ণা রায় দাসের সভাপতিত্বে উক্ত সভায় আরো বক্তব্য রাখেন মন্দির কমিটির গৌরাঙ্গ সমাদ্দার, উত্তম সরকার, অপূর্ব হালদার, সুভাষ চন্দ্র দাস, সীমান্ত দাস, সুবীর দত্ত , রীমন অধিকারী, সমীর সরকার প্রমুখ।