নলজুড়িতে কাসেম–বাবলা–জয়দুল — ইরন — সিন্ডিকেট গোষ্ঠীর দাপট: অসহায় কি স্থানীয় পুলিশ প্রশাসন?
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি এলাকায় কাসেম, বাবলা, জয়দুল,ইরনসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ রয়েছে, এদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও তারা প্রকাশ্যেই ‘বুঙ্গার লাইন’ নামে পরিচিত অবৈধ কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, কাসেম–বাবলা–জয়দুল-ইরন চক্র দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে। তাদের নামে অন্তত তিনটি মামলা থাকলেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসীর দাবি, মামলা থাকার পরও অভিযুক্তরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং আগের মতোই তাদের সিন্ডিকেট পরিচালনা করছে। এতে সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে এবং কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন,মামলা থাকলে তো এদের গ্রেপ্তার হওয়ার কথা। কিন্তু উল্টো দেখি তারা আরও বেপরোয়া। মনে হয় পুলিশ কিছুই করতে পারছে না বা করতে চাইছে না।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সচেতন মহল। তাদের মতে, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে।