হরিরামপুরে বিভিন্ন অঞ্চলে শীতার্থদের মাঝে ডেবোনেয়ার গ্রুপের কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ।
মোহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:: মানিকগঞ্জের হরিরামপুরে বিভিন্ন অঞ্চলে শীতার্থদের মাঝে ডেবোনেয়ার গ্রুপের কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১০ ই জানুয়ারি শনিবার উপজেলার বিভিন্ন অঞ্চলের মধ্যে বেলা ১২ টায় দূর্গম চরাঞ্চল(আজিমনগর, সুতালড়ি ও লেছড়াগঞ্জ) ও একই সময়ে বয়ড়া ইউনিয়ন শীতার্তদের মাঝে বয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য মিরাজ মেম্বারের সার্বিক তত্বাবধানে এবং উপজেলা যুবদলের সদস্য মোহর আলীর সার্বিক সহযোগিতায় ডেবোনেয়ার গ্রুপের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
দুঃস্থ ও অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।উল্লেখ্য, দূর্গম চরাঞ্চলের আজিমনগর, সুতালড়ি ও লেছড়াগঞ্জ ইউনিয়নের দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আকিবুল খান জানান,শীতবস্ত্র বিতরন কর্মসূচি ধারাবাহিক ভাবে চলমান থাকবে।সমাজের অসহায় মানুষের পাশে দাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ।
ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আইয়ুব খান জানান, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের মুখ্য উদ্দেশ্য শীতার্থদের মাঝে কম্বল বিতরণ তার ক্ষুদ্র প্রয়াস মাত্র। আমরা আশা করি আগামীতে আরো ব্যাপক পরিসরে শীতার্থদের পাশে দাড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।