টেকনাফ ২-বিজিবি’র উদ্যোগে সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
মোহাম্মদ শহিদুল্লাহ, স্টাফ রিপোর্টার :: কক্সবাজারে টেকনাফে সীমান্ত এলাকার হতদরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ বর্ডার গার্ড (২ বিজিবি)-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ মানবিক কর্মসূচির মাধ্যমে নারী, শিশু ও বয়স্কসহ প্রায় তিনশতাধিক অসহায় মানুষ চিকিৎসা সেবা গ্রহণ পেয়েছেন
শনিবার ( ডিসেম্বর) সকাল ৯ থেকে দুপুর ৪ টা পর্যন্ত সাবরাং ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে বিজিবি’র অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এ সময় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী রোগীদের স্বাস্থ্য পরামর্শ দেওয়াও হয় ।
টেকনাফ ২-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
আশিকুর রহমান বলেন: সীমান্তবর্তী এলাকা হওয়ায় অসহায়-হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের মেডিকেল ক্যাম্প কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ।
চিকিৎসা নিতে আসা স্থানীয় এক বাসিন্দারা জানান, আমরা জেলে ও হতদরিদ্র এ এলাকায় উন্নত চিকিৎসা সেবা পাওয়া কঠিন। বিজিবির এই উদ্যোগে তারা উপকৃত হয়েছেন এবং এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান।