লামায় জোর পূর্বক ত্রিপুরা শিশু ধর্ষনের চেষ্টা আটক ২
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামার গজালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড রাসংগ পাড়ায় ৯ বছরের ত্রিপুরা শিশুকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টায় ২ যুবকের বিরুদ্ধে মামলার এজাহার দায়ের করেন শিশুর পিতা: আব্রাহাম ত্রিপুরা।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভিকটিমের পিতা নিজে লামা থানায় এসে মামলা দায়ের করেন,যাহার মামলা নং ০৯ /২৫ মামলা সূত্রে জানাযায়, ভিকটিমের নাম প্রেমা ত্রিপুরা (৯) পিতা : আব্রাহাম ত্রিপুরা, মাতা :- রিনা ত্রিপুরা,গ্রাম : রাসংগ পাড়া ৬ নং ওয়ার্ড ১ নং গজালিয়া ইউনিয়ন, লামা বান্দরবান পার্বত্য জেলা।
মামলার এজাহার নামীয় আসামিরা হলেন :
১) মোঃ ফরিদ (১৯) পিতা- আবদুল খালেক সাং-
আট মাইল মুসলিম পাড়া ৬নং ওয়ার্ড, থানা- লামা জেলা-বান্দরবান পার্বত্য জেলা।
২) ফয়েজ আহমেদ (২৩) পিতা- মৃত আবুল কাশেম সাং- হাসপাতালে পাড়া (রবিউল এর বাড়ি) ৩নং ওয়ার্ড লামা পৌরসভা থানা -লামা জেলা-বান্দরবান পার্বত্য জেলা।
ভিকটিমের পিতা বলেন, আসামিরা জানালা দিয়ে গভীর রাতে গত ২৫/১২/২৫ তারিখ রাত আনুমানিক ০২.৩০ মিনিট ০৩.০০ ঘটিকার মধ্য আমার বাড়ি ডুকে আমার মেয়েকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। কিন্তু ভিকটিমের আত্মচিৎকারে আমার পরিবারের সদস্যরা সজাগ হয়ে যাওয়ায় ধর্ষন করতে পারেনি।ভিকটিমের পিতা আরো বলেন, আমি যখন লামা থানায় এসে মামলা দায়ের করি তাৎক্ষনিক ভিকটিমকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে ডাক্তার নেগেটিভ বলে মত প্রদান করেছে।
লামা থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শাহজাহান কামাল বলেন, ভিকটিমের পিতা:আব্রাহাম ত্রিপুরা নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আসামি দুজনেই অত্র মামলার গ্রেফতার আছে আদালতে সোপর্দ করা প্রকৃয়াধীন আছে। ভিকটিমকে আগামীকাল বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদানের জন্য হাজির করা হবে।
মামলা সূএে আরো জানা যায় যে,ভিকটিমের পিতা,আত্মীয় স্বজন এবং স্থানীয় কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা আসামিদের ধরে পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে লামা থানা পুলিশের টিম উপস্থিত হয়।
পুলিশের তাৎক্ষণিক সাড়া দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রশংসানীয় হয়েছে লামা থানা পুলিশ।