সাংবাদিক জুয়েলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মোহাম্মদ শহিদুল্লাহ, স্টাফ রিপোর্টার :: কক্সবাজারের টেকনাফে এক প্রতিবন্ধী মানসিক রোগীর বসতঘর জবরদখলকারী অবৈধ কালো টাকার মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি, সাংবাদিক কায়সার জুয়েল ও তাঁর পরিবারের বিরুদ্ধে দায়ের করা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার, প্রাণনাশের হুমকি বন্ধ এবং ন্যায়বিচারের দাবিতে টেকনাফে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে টেকনাফ প্রেসক্লাবের সামনে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রতিবন্ধী এক মানসিক রোগীর বসতঘর জোর জবরদখল কারী হামিদ ও হামিদা গং তার প্রভাবশালী চক্র হয়, অবৈধ কালো টাকার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নির্যাতন ও হয়রানি চালিয়ে আসছে। এ অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও প্রতিবাদ করায় সাংবাদিক কায়সার জুয়েল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলাবাজ হামিদাকে ব্যবহার করে সাজানো ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং কিশোর গ্যাং লিডার মারওয়ান কতৃক প্রাণনাশের হুমকি দেন।
বক্তারা আরও বলেন, দুর্বল ও অসহায় প্রতিবন্ধী মানসিক রোগীর বসতঘর জবরদখল করা চরম অমানবিক ও ঘৃণ্য অপরাধ। অথচ অভিযুক্তরা প্রভাবশালীদের এবং প্রশাসনের একটি অংশকে প্রভাবিত করে উল্টো নির্যাতনের শিকার পরিবারটিকেই আসামি বানানোর চেষ্টা করছে, যা আইনের শাসনের পরিপন্থী।
মানববন্ধন থেকে অবিলম্বে প্রতিবন্ধী মানসিক রোগীর বসতঘর দখলমুক্ত করা, জবরদখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সাংবাদিক কায়সার জুয়েল ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত ন্যায়বিচার নিশ্চিত না করা হয় এবং অপরাধীদের শাস্তির আওতায় আনা না হয়, তাহলে টেকনাফের সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে আপস নেই; সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চাইলে টেকনাফের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।