হরিরামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার :: আগামী ২৫ শে ডিসেম্বর ২০২৫ ইং এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশের ন্যায় মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা বি.আর.ডি.বি. হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
২২ শে ডিসেম্বর সোমবার বেলা ১২ টায় জেলা উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামিম আহমেদের সঞ্চালনায় উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উক্ত প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস ও সহ-সভাপতি আব্দুল মতিন মোল্লা ( লাভলু) সাংগঠনিক সম্পাদক সাইমুম চৌধুরী ও সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা গোলাম রসূল শাহীন।
উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার (পেয়ারা),সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন ( মোল্লা শাহিন) ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান ও যুগ্ম সম্পাদক সম্পাদক মোঃ হান্নান মোল্লা,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নিরব আহমেদ চুন্নু প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তরা জানান,তারেক রহমান বিগত ক্ষমতাসীন সৈরাচার আওয়ামী লীগের নানামুখী জটিলতা থাকায় স্বদেশে আসতে সক্ষম হননি।
উৎসব মূখর পরিবেশে আমরা যেন আমাদের আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের স্বদেশে আসতে পারে কোন ধরনের আপত্তিকর ঘটনার সম্মুখীন না হতে পারে সে দিকে সকল নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। সর্বোপরি দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে।