শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

আমরা বিতর্কিত নির্বাচনের বদনাম ঘুচিয়ে দিতে চাই: সিইসি

স্টাফ রিপোর্টার / ৯২ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

আমরা বিতর্কিত নির্বাচনের বদনাম ঘুচিয়ে দিতে চাই: সিইসি

 

সিলেট বুলেটিন ডেস্ক:: অতীতের বিতর্কিত তিনটি নির্বাচনের মাধ্যমে যে বদনাম হয়েছে সেটা বর্তমান নির্বাচন কমিশন ঘুচিয়ে দিতে চায় বলে নিজেদের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আইনের শাসন কাকে বলে এবার দেখিয়ে দিতে চান বলেও জানান তিনি।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিসি-এসপিসহ সকল মাঠ প্রসাশনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

 

নির্বাচন কমিশন সচিবের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় অন্য চার নির্বাচন কমিশনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক ব্রিফিংয়ে উপস্থিত রয়েছেন।

 

ডিসি-এসপিদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি। আমরা খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই একটি ভালো নির্বাচনের মাধ্যমে।

 

আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়ে তিনি বলেন, আইন সবার জন্য সমান। অপরাধী কাউকে ছাড় দেবেন না।

 

সিইসি তার বক্তব্যের শুরুতে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

 

সিইসি বলেন, আমাদের একটা জাতীয় দায়িত্ব এসে পড়েছে। শাসনতান্ত্রিক দায়িত্ব আবার কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি এসে পড়েছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সত্যিকার অর্থে বলতে গেলে ইফেক্টিভলি মাঠ পর্যায়ে যারা সরকারকে সচল রাখেন, যারা দেশটাকে সচল রাখেন মাঠ পর্যায়ে ইফেক্টিভলি, তাদের সবাই এখান উপস্থিত আছেন।

 

ডিসি-এসপিদের উদ্দেশে তিনি বলেন, ক্রান্তিলগ্নে আমাদের ওপর যে দায়িত্ব এসে পড়েছে, এই দেশটাকে সঠিকভাবে, সঠিক অবস্থায় রেখে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আমার অথরিটি ততক্ষণ কাজ করবে যতক্ষণ আপনারা কাজ করবেন। আপনারা কাজ না করলে আমার অথরিটি কাজ করবে না। এ সিস্টেমটাকে ধরে রাখা, সিস্টেমটাকে চালু রাখা এবং সিস্টেমটা যাতে ডেলিভার করতে পারে সে ব্যবস্থা করা, এই যে দায়, সম্পূর্ণ দায়িত্ব আপনার। ইউ আর অল রেসপন্সিবল।

 

নাসির উদ্দিন বলেন, যে গুরুদায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে, এই দায়িত্ব ডেলিভার করার, ডিসচার্জ করার যে দায়িত্ব আমাদের ওপর এসে পড়েছে, আমরা ইনশাল্লাহ সবাই মিলে এটা পরিপালন করবো। এবং এখানে কোনো রকমের বিচ্যুতি ঘটবে না। আপনারা সবাই সঠিকভাবে সঠিক কাজটা, সঠিক সময়ে করবেন। ইফেক্টিভলি করবেন। আমি বেশ কিছুদিন আগে সম্ভবত বলেছিলাম, আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই। কারণ আমাদের ওপরে সামষ্টিকভাবে এটা ব্লেম করা হচ্ছে, সবাইকে ব্লেম করা হচ্ছে।… বলা হচ্ছে আমরা নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি। বলা হচ্ছে, আমরা একটা ম্যানেজ ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই যে, আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি।

 

সিইসি বলেন, এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। রুল অব ল এর মাধ্যমেই সম্ভব। সুতরাং আপনারা যারা মাঠে আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ