নীলফামারীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ পালিত
এম এ মানিক নীলফামারী প্রতিনিধি :: নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন, নীলফামারীর উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে টিটিসি, ডিইএমও, প্রবাসী কল্যাণ সেন্টার ও প্রবাসী কল্যাণ ব্যাংক, নীলফামারী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নীলফামারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অপরিসীম। প্রবাসীরা বিদেশে কঠোর পরিশ্রমের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। সরকার প্রবাসীদের কল্যাণে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে এবং নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নীলফামারী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক ও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রবাসীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করতে হবে।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে প্রবাসীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।