শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

নাফ নদীতে বিজিবি’র অভিযান: বিপুল ইয়াবাসহ গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নাফ নদীতে বিজিবি’র অভিযান: বিপুল ইয়াবাসহ গ্রেফতার-১

 

মোহাম্মদ শহিদুল্লাহ, স্টাফ রিপোর্টার :: কক্সবাজারের টেকনাফে জাদিমুড়া এলাকায় নাফ নদীতে বিজিবি’র চিরুনি অভিযান চালিয়ে জলসীমা অতিক্রম করে এপারে পাচারের সময় ১ লাখ ইয়াবাসহ এক জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২-বিজিবি)

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪ টার দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন(২ বিজিবির)’র অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

বিজিবি জানান, মিয়ানমারের মংডু এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা রয়েছে। এ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ, হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার নাফ নদীতে কৌশলগত স্থানে বিজিবির নৌ ও স্থল টহল জোরদার করা হয়। ভোর ৩টার দিকে মিয়ানমার থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশের দিকে আসার চেষ্টা করলে বিজিবির নৌ-টহল দল তাদের গতিবিধি লক্ষ্য করে। এ সময় মাদককারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এফডিএমএন ক্যাম্প-২৭, ব্লক-সি/১-এর বাসিন্দা ওলা মিয়ার ছেলে মোঃ সালামকে এক লাখ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এ সময় আয়াজ সহ তাঁর সহযোগীরা রাতের অন্ধকারের সুযোগে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান।

তিনি আরও বলেন, আটক আসামি ও জব্দকৃত ইয়াবা যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ