শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

আব্বা আব্বা আব্বা আমি তিনবার বললাম #আব্বা বলেন,কি অবা? 

স্টাফ রিপোর্টার / ৭৫ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

আমি আবার বলি #আব্বা #আব্বা, আবার বলে কিরে ওফুত?

 

বাড়ি থেকে যখন চলে আসি তখন আমাদের ঘর কন্যাবিহীন হাহাকার করে ওঠে।

চলে এসে চুপ করে ঝিম মেরে বসে থাকি খানিক।আব্বা ঘরে ফিরে দেখে মেয়েরা কেউ নেই।চলে গেছে যে যার গন্তব্যে। #আব্বা সাথে সাথে ফোন করে। আমি বোনের কাছে শুনতে পাই #আব্বা কাঁদছে। আমার কেন জানি ফোন করার সাহসই পাচ্ছিনা। তবুও একা ফেলে আসা মানুষটাকে ফোন না করে পারলাম না। 

কল দিলাম,#আব্বা ফোন ধরতেই আব্বা কাঁদো কাঁদো গলায় বলে (ওমা তোরা বেয়াগ গেইয়্যুস গুই কা?) তোরা সবাই চলে গেছিস কেন)? পুরা ঘর খালি হয়ে গেছে।

 

আমি বলি #আব্বা আব্বারে।

#আব্বা বলেন কিরে ওমা? 

#আব্বা আমি আবার রমজানে আসব।আপনি চিন্তা করিয়েন না। আপনি খেয়ে নিয়েন আপনার জন্য মলা মাছ আর ভাত রাখা আছে। মনে করে খেয়ে নিবেন।ছোট বাচ্চার মতো আব্বা বলে, আইচ্ছা খেয়ে নিব।বেশীক্ষণ কথা বলতে পারিনা। হাত কাঁপে গলা কাঁপে আমার।

আব্বা মানুষটি এতো ভালোবাসার পাত্র কেন?আমরা সব পেয়েছি বাবার কাছে। কোন দিন অবহেলা পাইনি,অনাদর পাইনি। শুধুই আদর মায়া ভালোবাসা পেয়েছি।বুক কাঁপে যখনি ভাবি আহা বাবা ত এখন নেই।ওই যে তারা রাত হলেই আব্বার কথা স্মৃতি সব ধেয়ে আসে।

 

ঘুম থেকে চোখ খুললেই আব্বা আপনি নেই।চারপাশ শুণ্যতা। কার কাছে সব চাইব?কাকে বলব #আব্বা টাকা লাগবে।আব্বা বেড়াতে যাব আমি সারা জীবন সব সব ভাই- বোনদের থেকে আব্বার সান্নিধ্যে বেশী ছিলাম।আজীবন #আব্বার বাইক/কারে করে আব্বার সাথেই স্কুল কলেজে যেতাম।

 

আব্বা যখনই কিছু নিয়ে আসতেন আমার নাম ধরে নিচে থেকে চিৎকার দিয়ে বলতেন ধর মা বাজার গুলা নিয়ে যা।নাস্তা গুলা নিয়ে য। আমি বারান্দা থেকে বলতাম #আব্বা আসছি। একটু দাঁড়ান।

 

আব্বার সেই কণ্ঠ শুধু ঘরেরই চারপাশে বাজে।খুব চিৎকার করে কান্না করতে মন চাই। কেউই আছ আমার আব্বাকে একবার এনে দিতে পারবে?

উহ কেউ একবার এনে দাও আব্বাকে।

নিয়ে যাও #আব্বার কাছে।ফিরতে দেরি হলে আব্বাকে কল করে বলি আব্বা কই আপনি। আর বলবেনা এই তো আসছি আর বেশীক্ষণ লাগবেনা। মেয়েদের এতো স্নেহ করতে আমি যেন কোন বাবাকেই দেখিনা।আব্বার রাজকন্যা। বিজয়ের মাসে আমার (আবু মোহাম্মদ খালেদ) মুক্তযোদ্ধা বাবাকে সালাম জানাই।

Shammi Tultul


এই ক্যাটাগরির আরো সংবাদ