আমি আবার বলি #আব্বা #আব্বা, আবার বলে কিরে ওফুত?
বাড়ি থেকে যখন চলে আসি তখন আমাদের ঘর কন্যাবিহীন হাহাকার করে ওঠে।
চলে এসে চুপ করে ঝিম মেরে বসে থাকি খানিক।আব্বা ঘরে ফিরে দেখে মেয়েরা কেউ নেই।চলে গেছে যে যার গন্তব্যে। #আব্বা সাথে সাথে ফোন করে। আমি বোনের কাছে শুনতে পাই #আব্বা কাঁদছে। আমার কেন জানি ফোন করার সাহসই পাচ্ছিনা। তবুও একা ফেলে আসা মানুষটাকে ফোন না করে পারলাম না।
কল দিলাম,#আব্বা ফোন ধরতেই আব্বা কাঁদো কাঁদো গলায় বলে (ওমা তোরা বেয়াগ গেইয়্যুস গুই কা?) তোরা সবাই চলে গেছিস কেন)? পুরা ঘর খালি হয়ে গেছে।
আমি বলি #আব্বা আব্বারে।
#আব্বা বলেন কিরে ওমা?
#আব্বা আমি আবার রমজানে আসব।আপনি চিন্তা করিয়েন না। আপনি খেয়ে নিয়েন আপনার জন্য মলা মাছ আর ভাত রাখা আছে। মনে করে খেয়ে নিবেন।ছোট বাচ্চার মতো আব্বা বলে, আইচ্ছা খেয়ে নিব।বেশীক্ষণ কথা বলতে পারিনা। হাত কাঁপে গলা কাঁপে আমার।
আব্বা মানুষটি এতো ভালোবাসার পাত্র কেন?আমরা সব পেয়েছি বাবার কাছে। কোন দিন অবহেলা পাইনি,অনাদর পাইনি। শুধুই আদর মায়া ভালোবাসা পেয়েছি।বুক কাঁপে যখনি ভাবি আহা বাবা ত এখন নেই।ওই যে তারা রাত হলেই আব্বার কথা স্মৃতি সব ধেয়ে আসে।
ঘুম থেকে চোখ খুললেই আব্বা আপনি নেই।চারপাশ শুণ্যতা। কার কাছে সব চাইব?কাকে বলব #আব্বা টাকা লাগবে।আব্বা বেড়াতে যাব আমি সারা জীবন সব সব ভাই- বোনদের থেকে আব্বার সান্নিধ্যে বেশী ছিলাম।আজীবন #আব্বার বাইক/কারে করে আব্বার সাথেই স্কুল কলেজে যেতাম।
আব্বা যখনই কিছু নিয়ে আসতেন আমার নাম ধরে নিচে থেকে চিৎকার দিয়ে বলতেন ধর মা বাজার গুলা নিয়ে যা।নাস্তা গুলা নিয়ে য। আমি বারান্দা থেকে বলতাম #আব্বা আসছি। একটু দাঁড়ান।
আব্বার সেই কণ্ঠ শুধু ঘরেরই চারপাশে বাজে।খুব চিৎকার করে কান্না করতে মন চাই। কেউই আছ আমার আব্বাকে একবার এনে দিতে পারবে?
উহ কেউ একবার এনে দাও আব্বাকে।
নিয়ে যাও #আব্বার কাছে।ফিরতে দেরি হলে আব্বাকে কল করে বলি আব্বা কই আপনি। আর বলবেনা এই তো আসছি আর বেশীক্ষণ লাগবেনা। মেয়েদের এতো স্নেহ করতে আমি যেন কোন বাবাকেই দেখিনা।আব্বার রাজকন্যা। বিজয়ের মাসে আমার (আবু মোহাম্মদ খালেদ) মুক্তযোদ্ধা বাবাকে সালাম জানাই।
Shammi Tultul
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin