শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

ছাতক-দোয়ারাবাজারে ঐক্যবদ্ধ বিএনপি-কে কেউ দাবিয়ে রাখতে পারবেনা——- কলিম উদ্দিন আহমেদ মিলন 

স্টাফ রিপোর্টার / ২০৫ Time View
Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ছাতক-দোয়ারাবাজারে ঐক্যবদ্ধ বিএনপি-কে কেউ দাবিয়ে রাখতে পারবেনা——- কলিম উদ্দিন আহমেদ মিলন 

 

সেলিম মাহবুবঃ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক-দোয়ারাবাজার নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫, আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করে এ আসনটি আমরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে উপহার দিতে চাই। 

 

ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ। আর ঐক্যবদ্ধ বিএনপি-কে কেউ দাবিয়ে রাখতে পারবেনা। বিগত কয়েক বছর ধরে আপনারা ভোট দিতে পারেন নি। ২০১৪ সালে যারা ভোটার হয়েছেন আর যারা বর্তমানে ভোটার হয়েছেন তারা সবাই নতুন ভোটার। ২০১৪ সালের ভোটাররা এ পর্যন্ত কোন ভোট দিতে পারে নাই। কাজেই ফেব্রুয়ারীর নির্বাচনে সকল নতুন ভোটাররা ধানের শীষের পক্ষেই ভোট দিবে। আমাদের মা-বোন যারা আছেন সকলের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। আপনাদের মনে রাখতে হবে ধানের শীষ হচ্ছে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিক।

 

ছাতক -দোয়ারাবাজারে আমরা ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়ণে এবং সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করবো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষণা অনুযায়ী গরীব পরিবারদের ডিজিটাল ফ্যামেলি কার্ড দিয়ে তাদের জীবন-মানের উন্নয়ণ করা হবে। তিনি আরো বলেন, একটি গোষ্ঠী ধর্মের নামে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। অতীতে ও তারা ধর্ম নিয়ে ব্যবসা করেছে, বর্তমানে ও ধর্মের মিথ্যা বাণী

তৈরি করে সাধারণ মানুষদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। এদের সবাই প্রত্যাখ্যান করবেন।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর ) বিকেলে ছাতকের দোলারবাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইউনিয়নের মামদপুর-রহিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আসাদ মিয়ার বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উঠান বৈঠকে প্রথমে সাবেক প্রধান মন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পাঠ করেন বিএনপি নেতা আলী হোসেন মানিক।

 

পরে বিএনপি নেতা মো.মখন মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.ফখর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা আনজব আলী, উপজেলা জাসাসের সদস্য সচিব গোলাম কিবরিয়া, উপজেলা যুবদল নেতা আব্দুস শহিদ শিপলু, বুরাইয়া কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি বদরুল আলম মারজান। সভায় ভার্চুয়ালভাবে বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী আসাদ মিয়া। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাওলানা নিয়ামত উল্লাহ।

 

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, ছায়াদুজ্জামান, ফয়জুর রহমান,এড আব্দুল কাহার, ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হক, শামীম আলম নোমান, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, জাসাসের আহবায়ক আব্দুল আলিম, কৃষক দলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম আলী রাসেল

 

বিএনপি নেতা শাহজাহান চৌধুরী আব্দুল্লাহ, আমিন উদ্দিন, শাহ জাহান, রাকিব আলী, সুজন মিয়া, মাসুক মিয়া,রফু মিয়া, ক্বারী আছকির আলী, নিজাম উদ্দিন, আনোয়ার পারবেজ, দিল হোসেন মেম্বার, ইউনুস আলী, সফি আহমেদ, আজিজুর রহমান, নেছার আহমদ, আব্দুল হামিদ, আরশ আলী, দিলাল হোসেন, নজির আহমদ, আবু তাহের, মধু মিয়া, মহরম আলী, আব্দুল মমিন, তাজ উদ্দিন, আব্দুল মজিদ, ওলি মিয়া, আবুল হাসনাত, লিটু মিয়া, শফিকুর রহমান, কমর আলী, চুনু মিয়া বাবুল মিয়া, ছোরাব আলী, আফজাল হোসেন, আব্দুর রহিম, আফতাব আলী, আব্দুস সালাম, আব্দুল কাদির,আজাদ মিয়া, কুতুব উদ্দিন, সাহাব উদ্দিন আসলাম আহমদ, আমির উদ্দিন, রুবেল আহমদ, মাহফুজুর রহমান সমুজ, মো.জুনেদ আহমেদ, মমশ্বর আলী,মকদ্দুছ আলী, মো.খলিলুর রহমান, সেলিম উদ্দিন, নাজিরুল হক, জাসাসের যুগ্ম আহবায়ক আজাদ মিয়া, যুবদলের জহির উদ্দিন, জাহাঙ্গীর আলম, মাও.জিয়াউর রহমান, আসাদুল, আব্দুল মোনেম মামনুন, মুহিবুর রহমান মুহিব, বাবুল মিয়া, লিটন মিয়া, এস এ মুন্না, জুয়েল মেম্বার, আফজল মিয়া, আব্দুর রহিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান বাবুল, বিলাল আহমদ, সাবেক ছাত্র নেতা মুজিবুর রহমান মুজিব, মতিউর রহমান মতি, ছাত্রদলের নেতা মাহবুব আহমদ, মো.আব্দুল বাকি মুহিত, ইমদাদুল হক ইমন, সাহেদ ইয়াসিন, আব্দুস শহিদসহ স্থানীয় বিএনপি, যুবদল এবং অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ