টেকনাফে পাহাড় থেকে অপহৃত নারী-পুরুষসহ উদ্ধার-৭ অস্ত্রসহ পাচারকারী গ্রেফতার-৩
মোহাম্মদ শহিদুল্লাহ, টেকনাফ (কক্সবাজার) ০ বিশেষ প্রতিনিধি :: কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার মারিশবনিয়া গহীন পাহাড়ী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা চিরুনি অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ জন পাচারকারীকে গ্রেফতার, অপহৃত নারী-পুরুষ ও শিশু সহ ৭ জনকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে টেকনাফ কেরুনতলী কোস্ট গার্ড সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার ।
কোস্ট গার্ড জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৭ ডিসেম্বর (রোববার) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা গহিন পাহাড়ী এলাকা মারিশবুনিয়া একটি চিরুনি অভিযান চালানো হয়।
এসযময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের জন্য আটকে রাখা নারী-পুরুষ ও শিশুসহ ৭ জন ভিকটিমকে উদ্ধার করে।
একই সময় ৩ জন মানবপাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়, এর পর পাচারকারীদের দেওয়া তথ্যমতে তাদের গোপন আস্তানা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায় ও থাইল্যান্ড গমনের জন্য উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।
এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ভুক্তভোগীদের ভয়-ভীতি প্রদর্শন এবং তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল।
টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সালাহউদ্দিন তানভীর তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথা আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মানবপাচার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।