শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশ স্কাউটসে ৩ শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড বিতরণ; ১৯৭ জনের মধ্যে সম্মাননা প্রদান 

স্টাফ রিপোর্টার / ১১৪ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ স্কাউটসে ৩ শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড বিতরণ; ১৯৭ জনের মধ্যে সম্মাননা প্রদান 

 

সেলিম মাহবুবঃ শনিবার (৬ ডিসেম্বর, ২০২৫) সকালে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতর, শামস হলে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগ আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ১৯৭ জন কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটকে দেয়া হয়েছে শাপলা কাব, প্রেসিডেন্ট’স স্কাউট এবং প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মোঃ এহছানুল হক, প্রধান জাতীয় কমিশনার এ বি এম আব্দুস সাত্তার, উপ–প্রধান জাতীয় কমিশনার মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ এবং কোষাধ্যক্ষ ও মাধ্যমিক বিভাগীয় পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। সভাপতিত্ব করেন জাতীয় সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, স্কাউটিং করলে কেউ পিছিয়ে থাকে না।যুবসমাজকে দক্ষ হিসেবে গড়ে তুললে এটি কার্যকরী আন্দোলন। যত বেশি অংশগ্রহণ বাড়ানো যাবে তত বেশি তারা ভবিষ্যতের অগ্রপথিক হিসেবে নিজেকে গড়ে তুলবে।

শাপলা কাব—কাব স্কাউটদের সর্বোচ্চ— পেয়েছেন ১২২ জন। এর মধ্যে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা-সহ ঢাকা জেলা নৌ, ঢাকা রেলওয়ে, সিলেট রেলওয়ে, আখাউড়া রেলওয়ে, পাকশী রেলওয়ে, পাগড়তলী রেলওয়ে বিভাগের কাব স্কাউটরা রয়েছেন।

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছেন ৭০ জন স্কাউট; তারা ঢাকা, খুলনা, এয়ার, ঢাকা জেলা নৌ, ঢাকা রেলওয়ে, সিলেট রেলওয়ে, আখাউড়া রেলওয়েসহ বিভিন্ন অঞ্চলের স্কাউট ইউনিট থেকে নির্বাচিত। রোভার স্কাউটদের মধ্যে ৫ জনকে দেয়া হয়েছে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড।

পুরস্কারপ্রাপ্তরা ২০২০–২০২৪ সালের শাপলা কাব, ২০২১–২০২৪ সালের প্রেসিডেন্ট’স স্কাউট এবং ২০২৩ সালের প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন; আঞ্চলিক ভিত্তিতে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

বাংলাদেশ স্কাউটস-এর তথ্য অনুযায়ী, ২০২০–২০২৪ সালের মধ্যে মোট ৮,২৩৮ জন কাব স্কাউট শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে; এর মধ্যে ৮,১৫৬ জন আঞ্চলিকভাবে পুরস্কার পেয়েছেন — আজকের কার্যক্রমে তাঁদের মধ্যে অংশ পেয়েছেন।

এই পুরস্কার বিতরণ শুধু ব্যক্তিগত কৃতিত্বের স্বীকৃতি নয়, বরং স্কাউটিং আন্দোলনের প্রতি দায়িত্ব ও উৎসাহকে তুলে ধরে জাতীয়ভাবে স্কাউটিং–এর গুরুত্ব প্রতিফলন করেছে।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ