স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড লাভ করেছে এসএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থী অনামিকা
সেলিম মাহবুব,:: স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড সম্মাননা পদক লাভ করেছেন এসএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থী অনামিকা সাহা। বিগত ৮ নভেম্বর ঢাকায় এক জঁমকালো অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করে আয়োজক কর্তৃপক্ষ।
অনামিকা সাহা যশোর জেলার বাসিন্দা এবং এসএস সি-১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী। জাতীয় দৈনিক অভিযোগ বার্তা পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুনীজনদের পদক ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে সফল নারী উদ্যোক্তা হিসেবে অবদান রাখায় অনামিকা সাহার হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। ই-ক্রয়’র উপস্থানায় অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার ছিলো স্টার বাংলাদেশ মিডিয়া এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিলো এটিএন বাংলা টেলিভিশন ও দৈনিক কালের সমাজ।
সম্মাননা ক্রেষ্ট পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনামিকা সাহা বলেন, অনেক বছর ধরে করা পরিশ্রম, ত্যাগ এবং চ্যালেঞ্জ মোকাবিলার ফল হিসেবে এ সম্মাননা পেয়ে আমি আনন্দিত। এই প্রাপ্তি ভবিষ্যতে আনন্দ, গর্ব এবং অনুপ্রেরণা যোগাবে। পূর্ববর্তী কঠোর পরিশ্রমের সমন্বয়ে এগিয়ে যাওয়ার জন্য আত্মবিশ্বাস ও উৎসাহে একটি নতুন মাত্রা হবে। তিনি তাকে এই সম্মাননা প্রদান করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।##