আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেল অনুষ্ঠিত
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:: ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনকে সামনে রেখে আল্লাহ আকবর শ্লোগানে রাজপথ মুখরিত। ১৫ ই নভেম্বর শনিনার সকাল ৯ টায় ইতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান হাজারো মুসলিমের ঢল এবং ২ টায় সমাপ্তি ঘটে। কাদিয়ানী সম্প্রদায়েরা নিঃসন্দেহে কাফের এবং তাদের প্রতিহত করা প্রত্যক মুসলমানদের ঈমানী দ্বায়িত্ব মন্তব্য করেন উপস্থিত আলেমসমাজ।
সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির আমীর হযরত মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব- মধুপুর)।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন পাকিস্তান নয়াশনাল অ্যাসেম্বলির সদস্য ও পাকিস্তান জমিয়াতে উলামায়ে ইসলামের সভাপতি হযরত মাওলানা ফজলুর রহমান,ভারত -দারুলউলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন খতমে নবুওয়াত কমিটি হরিরামপুর থানার সভাপতি হযরত মাওলানা খলিলুর রহমান ও সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল কাদের, খতমে নবুওয়াত কমিটি হরিরামপুর থানার সহ-সভাপতি মাওলানা ওবায়দুর রহমান ,সাপাইর লুতফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, চালা ইউনিয়ন খতমে নবুয়ত কমিটির সভাপতি ও আব্বাসিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি কাজী নাসির উদ্দিন।
এছাড়াও দেশবরেণ্য আলেমেদ্বীন, মসজিদের ইমাম, খতিব, আলেমগণসহ অসংখ্য দীনি ভাইয়ের উপস্থিতি ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন, নবী করিম (সা.) এর খতমে নবুওয়াত ঈমানের মৌলিক আকীদা। কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদকে নবী দাবি করে স্পষ্টতই ইসলামের মৌলিক আকীদার বিরুদ্ধে অবস্থান নেয়।
তাই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন।