মানিকগঞ্জ – ২ আসনে নির্বাচনী প্রচার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন-জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:: মানিকগঞ্জের হাটিপাড়া ৭-৮-৯ নং ওর্য়াড ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১২ নভেম্বর বুধবার সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের কুমুল্লি বাজারে নির্বানী মত বিনিময় সভা এবং ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ করা হয়।
অত্র ৭ নং ওর্য়াড বিএনপির সভাপতি মোঃ আজহার মোল্লা এর সভাপতিত্বে ও হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ কায়সার রানা এর সঞ্চালনায় ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এর সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ -২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান খান কালু,হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ আরজু,হাটিপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ মোসলেম উদ্দীন খান (মেম্বার),হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ মোস্তফা কামাল,হাটিপাড়া ইউনিয়ন যুবদলের একনিষ্ঠ কর্মী মোঃ শাকিল মিয়া প্রমূখ।
সাবেক সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত জানান,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকের সুনিশ্চিত বিজয়ের লক্ষ্যে ঐক্যর কোন বিকল্প নেই এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সর্বাত্মক মাঠে- ময়দানে কার্যক্রম চালিয়ে যেতে হবে।উল্লেখ্য, মতবিনিময় সভা শেষে জনসাধারণের মধ্যে দলীয় নেতাকর্মীরা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।