হরিরামপুরে ঝিকটা হতে গাবতলী শুকতারা সার্ভিসের শুভ উদ্বোধন।
মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক। দীর্ঘদিন পরে বৃহত্তম ঝিটকা অঞ্চলের সর্বসাধারণ জনগনের যাত্রায়াতের সুবিধার্থে ও দূর্ভোগ নিরাসনে ঝিটকা হতে গাবতলী শুকতারা সার্ভিস চালু করেন শুকতারা মিনি বাস মালিক কর্তৃপক্ষ। ২ রা নভেম্বর রবিবার মানিকগঞ্জের হরিরামপুরে ঝিটকা হতে গাবতলী শুকতারা সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শুকতারা মিনি বাস মালিক কর্তৃপক্ষ,গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস,শুকতারা বাস মালিক আবু সাঈদ প্রমূখ।সর্বোপরি সাফল্য কামনা সহ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।##