হরিরামপুরে ৯৯৭৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:: ছমানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৯৯৭৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। উল্লেখ,২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে ‘কৃষি প্রণোদনা কর্মসূচি” আওতায় +গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী) ফসলের আবাদ বৃদ্ধির জন্য এই বীজ ও সার বিতরণ করা হয় । ২৮ শে অক্টোবর মঙ্গলবার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদুজ্জামান খান এর সভাপতিত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব নাহিদা আক্তার। এছাড়াও কৃষি সম্প্রসারণ অফিসার জহিরুল ইসলাম শুভ সহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।