পটিয়ায় তেলবাহী মিনি ভ্যান ছিনতাই: মূল দুই আসামি গ্রেফতার
মোঃশরিফ হোসেন নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রামের পটিয়ায় ১৩৬৪ লিটার সয়াবিন তেলসহ একটি মিনি ভ্যান ছিনতাই মামলার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) রাতে পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে এসআই প্রদীপ চন্দ্র দে, এসআই মাহবুবুর রহমান, এএসআই মোঃ হাবিবুর রহমান ও এএসআই মোঃ নাঈম হোসেন বিশেষ অভিযান পরিচালনা করেন। পটিয়া ও চন্দনাইশের বিভিন্ন এলাকা থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন বড়লিয়া ইউনিয়নের বেলখাইন এলাকার মোঃ আবুল বশর হাসান (২৮) এবং হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইন এলাকার মোঃ নাঈম উদ্দিন (২৩)। তাদের বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ মোট ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ‘স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড’-এর ১৩৬৪ লিটার সয়াবিন তেল ডেলিভারির জন্য আসা একটি মিনি ভ্যান চালকসহ জিম্মি করে দুর্বৃত্তরা ছিনতাই করে নিয়ে যায়।
এর আগে এই মামলায় আরও একজনকে গ্রেফতার করে ১৩৫২ লিটার সয়াবিন তেল ও ছিনতাই হওয়া মিনি ভ্যান উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
ওসি মোঃ নুরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্যান্য দিক তদন্ত করা হচ্ছে।