হরিরামপুরে জমি সংক্রান্ত বিবাদে অতর্কিত হামলা, দু’জন গুরুতর আহত।
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার::মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মানিকনগর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে অতর্কিত হামলার ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছে। ২৪ অক্টোবর (শুক্রবার) বেলা ১২টা ৩০ মিনিটে ভুক্তভোগী মোঃ লাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,জমি সংক্রান্ত বিবাদ জেরে মোঃ লাল মিয়ার পরিবার বর্বরোচিত হামলার শিকার হয়েছে। আহতরা হলেন— মোসাম্মৎ লাইলি বেগম (স্বামী: মো. লাল মিয়া) এবং নাঈমুর ইসলাম নাঈম (২৩) সহ পরিবারের চার সদস্য। এর মধ্যে ২ জুন গুরতর জখম হয়েছে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় ইউসুফ গ্যাং-এর সদস্য শামিম, শাকিল, সোহান ও আকমাল দা ও হাতুড়ি নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় লাইলি বেগম ও নাঈমুর ইসলাম গুরুতর জখম হন। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
প্রত্যক্ষদর্শী আন্না বেগম জানান, হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় দাপট দেখিয়ে আসছে এবং জমি নিয়ে একাধিকবার ভুক্তভোগী পরিবারের সঙ্গে বিরোধে জড়িয়েছে।পরবর্তীতে আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে ইউসুফকে মুঠোফোনে বারবার ফোন দিয়ে ও যোগাযোগ করার সম্ভব হয়নি।পরবর্তীতে মো. লাল মিয়া বাদী হয়ে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান,এ বিষয়ে অভিযোগ পেয়েছি, সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।