হরিরামপুর ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরুষ্কার বিতরন।
মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার:: মানিকগঞ্জের হরিরামপুর ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরুষ্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত হয়। ২২ অক্টোবর বুধবার বিকাল ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির হোসেন এর সভাপতিত্বে উক্ত প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশরফ শিকদার ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হক,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা,জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান খান তুহিন ও যুগ্ন আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ।
উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল ও সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বুলবুল ইসলাম,জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিক বিশ্বাস, উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মৃধা মোঃ গোলাম রসূল শাহিন, উপজেলা কৃষক দলের সভাপতি মো মিজানুর রহমান মিজান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মঞ্জু,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু।
এছাড়াও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলতাফ হোসেন,উপজেলা যুবদলের সদস্য কাজল মাহমুদ আতাউর,জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা জানান,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।