হরিরামপুরে ভেলাবাদ মোহাম্মদ ফকিরের ৪৪ তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত।
মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক। মানিকগঞ্জের হরিরামপুরে ভেলাবাদ মোহাম্মদ ফকিরের ৪৪ তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। হযরত আলী সভাপতিত্বে শেখ মহীউদ্দীনের তত্বাবধানে শেখ জাহিদ ও শেখ কালামের সঞ্চালনায় এবং অত্র এলাকার সার্বিক সহযোগিতায় উক্ত ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইমরান হোসেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বলড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল মৃধা, লেছড়াগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মিশন চৌধুরী, হারুকান্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান,বলড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাইয়ান আহমেদ প্রমূখ।
উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন (মোল্লা শাহিন) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে মানিকগঞ্জ -২ আসনের সাবেক সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর হাতকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান করেন।