এইচ এসসিতে এ প্লাস পেয়ে ডাক্তার হতে চায় হৃদন
স্টাফ রিপোর্টার::সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এইচ এসসিতে স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ শাখা বিজ্ঞান বিভাগ থেকে এ প্লাস পেয়েছে ফারদিন রহমান হৃদন। সে সিলেট সদর উপজেলার স্বনামধন্য চিকিৎসক ডাক্তার খলিলুর রহমান ও গূহিনী রুনা লায়লার দম্পত্তির ২য় ছেলে।
তার এই অসাধারণ সাফল্যে পরিবার ও বিদ্যালয়ে আনন্দের বন্যা বইছে।
সাফল্যের অনুভূতি জানিয়ে হৃদন বলেন, এ সাফল্য আমার একার নয়। আমার বাবা-মা, শিক্ষকরা সবসময় পাশে ছিলেন। আমি ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। এ জন্য সকলের দোয়া প্রার্থী। উল্লেখ্য ডাক্তার খলিলুর রহমানের ১ ছেলে ১ মেয়ে। মেয়ে ফাবিহা রহমান হৃদি রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস ৩য় বর্ষের ছাত্রী।