হরিরামপুর চরাঞ্চলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
মোঃ বিল্লাল হোসেন, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি। “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার চরাঞ্চল নটাখোলা গ্রামে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।দিবসটি আয়োজন করে নটাখোলা কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র ও নটাখোলা নারী উন্নয়ন সংগঠন, আর সহযোগিতায় ছিল গবেষণাধর্মী প্রতিষ্ঠান বারসিক।
নটাখোলা কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের পরিচালক এরশাদ মুন্সীর সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: মোতালেব হোসেন – সদস্য, লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ,ফরহাদ শিকদার – স্বাস্থ্য সহকারী, লেছড়াগঞ্জ ইউনিয়ন, আকলিমা বেগম – সভাপতি, নটাখোলা নারী উন্নয়ন সংগঠন, জুলেখা আক্তার – সদস্য, নটাখোলা নারী উন্নয়ন সংগঠন, সুবীর কুমার সরকার – প্রোগ্রাম অফিসার, বারসিক (ঘিওর উপজেলা),মুকতার হোসেন – প্রোগ্রাম অফিসার, বারসিক (হরিরামপুর)এছাড়াও স্থানীয় কৃষক, শিক্ষক, শিক্ষার্থী, শিশু-কিশোর এবং নারীরা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
প্রধান আলোচনা ও দাবিসমূহ:র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণকারীরা রাসায়নিক সার ও বিষের ক্ষতিকর প্রভাব নিয়ে কথা বলেন এবং এর ব্যবহার নিষিদ্ধ করার দাবি জানান। তারা জানান, বিষাক্ত খাদ্য মানবদেহে রোগ বাড়াচ্ছে এবং পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
বিশেষ করে শিশু ও নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বিষমুক্ত খাদ্য এবং জৈব পদ্ধতিতে চাষাবাদের গুরুত্ব তুলে ধরা হয়। চরাঞ্চলে দুর্যোগ পরিস্থিতি ও কৃষকদের উদ্যোগ:লেছড়াগঞ্জ, সুতালড়ী ও আজিমনগর ইউনিয়নকে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবছর বন্যা, খরা, অতিবৃষ্টি ও নদীভাঙনের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ফসল, গবাদিপশু ও পরিবেশে। এই প্রেক্ষাপটে স্থানীয় কৃষকরা নিচের উদ্যোগগুলো গ্রহণ করেছেন:
স্থানীয় জাতের ফসল চাষ ও বীজ সংরক্ষণ,ভার্মি কম্পোস্ট প্রস্তুত ও ব্যবহার, আগাম জাতের আউশ ধান চাষ,মিশ্র ফসল চাষ,উঁচু ভিটায় মরিচ, বেগুন, পটল ইত্যাদি চাষ,স্থানীয় বীজ ব্যাংক গঠন
সরকারের প্রতি দাবি: আলোচনায় বক্তারা জৈব কৃষি চর্চা, স্থানীয় বীজ বাড়ি প্রতিষ্ঠা এবং কৃষি উপকরণ সহায়তা প্রদানে সরকারের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।