হরিরামপুরে পাটগ্রাম কাশেম সাধুর বাড়িতে দুরদর্শ চুরি -থমথম আতঙ্ক বিরাজ চরাঞ্চল।
মোঃ বিল্লাল হোসেন, হরিরামপুর (মানিকগঞ্জ)প্রতিনিধি। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দ লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম কাশেম সাধুর বাড়িতে দুরদর্শ চুরি,থমথম আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চল।গত সাপ্তাহে এ চুরি ঘটেছে বলে মন্তব্য করেন ভুক্তভোগী পরিবার।ভুক্তভোগী স্ব- পরিবার ঢাকাতে বেড়াতে গেয়েছিলো স্থানীয় পাড়াপ্রতিবেশির খবরে চলে আসেন। অতঃপর বাড়িতে এসে দেখেন জানাল কাটা আর ঘরের আসবাবপত্র উল্টো- পাল্টা।
ভুক্তভোগী পরিবারের জানান,আনুমানিক ২৫ লক্ষ টাকা সমপরিমাণ জিনিস সহ টাকা চুরি হয়েছে। ভুক্তভোগী কুয়েত প্রবাসী মিজানের স্ত্রী বৃষ্টি বেগম জানা,নগদ -৪ লক্ষ ৩৫ হাজার টাকা, স্বর্ন-৮ ভরি,রুপা -১৪ ভরি সহ দরবারের টাকাও চুরি হয়েছে । আমি নিজে বাদী হয়ে হরিরামপুর থানায় ১৩ অক্টবর অভিযোগ দায়ের করেছি।
ভুক্তভোগী পরিবারের আরেকজন রাবেয়া বেগম জানান,আমরা প্রাথমিক ভাবে চোর সনাক্ত করতে পেরেছি।এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ভুক্তভোগী রাসেল খান বলেন,আমার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জোরদার দাবি জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দা রাজ্জাক মোল্লা জানান,পুরা চরাঞ্চলে এ ঘটনায় থমতম আতঙ্ক বিরাজ করছে,কাশেম সাধুর বাড়িতে যে অপ্রাতাশিত ঘটনা ঘটেছে,তা যেন আর কেউর বাড়িতে না ঘটে।এর একটা সুষ্ঠু বিহীত না করতে পারলে,আমরা ভয়-ভীতিতে আছি,কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান,এ বিষয়ে ভুক্তভোগী বৃষ্টি একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।আমরা অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি