হরিরামপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত।
মোঃ বিল্লাল হোসেন, হরিরামপুর( মানিকগঞ্জ) প্রতিনিধি::: ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ খ্রি. ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
২৪ শে সেপ্টেম্বর বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে আন্তঃ স্কুল সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিগার সুলতানা চৌধুরী এর সভাপতিত্বে উক্ত আন্ত:স্কুল সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাহিজা বিসরাত হোসেন। এছাড়াও উপজেলা মাধ্যম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও ক্রীড়া শিক্ষা উপস্থিত ছিলেন। সর্বশেষ পুষ্কার বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।