শিরোনাম
ছাতকে পুলিশের এক অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪  মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা।  মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা। বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের দাবীতে বিশাল মিশিল, পথসভা ও লিফলেট বিতরণ ছাতকের খুরমায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার  হরিরামপুরে জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে -জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটের ডালারপাড় নদীর বালুবাহী নৌকা থেকে ফারুক মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ! ফের গোয়াইনঘাটে বালু লুটের বেপরোয়া হয়ে উঠেছে নেপথ্যে প্রভাবশালী মহল ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হানিফ ও কামরুলকে ফুলেল শুভেচ্ছা
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

ভোলাহাটে ৩য় বার একই সীমানা দিয়ে নরনারী ও শিশুসহ ১৯ জন পুশইন!

স্টাফ রিপোর্টার / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ভোলাহাটে ৩য় বার একই সীমানা দিয়ে নরনারী ও শিশুসহ ১৯ জন পুশইন!

 

এম.এস.আই শরীফ, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩য় বারের মত একই সীমানা দিয়ে নরনারী ও শিশুসহ ১৯জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

বুধবার ভোর ৫টার দিকে উপজেলার পশ্চিম সীমান্তে অবস্থিত বিজিবি কোম্পানী ক্যাম্প সংলগ্ন চামুশা গ্রামের ভিতর দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় টহলরত বিজিবির সদস্যদের হাতে ধরা পড়ে।

আটকের পরেরদিন বুধবার ভোলাহাট থানায় আটককৃতদের সোপর্দ করা হয়েছে। বিজিবির হাতে আটককৃতদের মধ্যে-১। মোঃ আব্দুল মোতালেব (৪৭), পিতা-মৃত হোসেন আলী, গ্রাম-কালিরহাট হাজিপারা, পোস্ট- ফুলবাড়ী, থানা- ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, ২। মোঃআরিফ হোসেন (৩৮), পিতা-মোঃ রওসাদ আলী মন্ডল, গ্রাম-আরশিংরিপুকুরিয়া, পোষ্ট-শুকপুকুরিয়া, থানা-চৌগাছা, জেলা-যশোর, ৩। মোঃ হযরত আলী (২৮), পিতা-বদিউজ্জামাল, গ্রাম-মালকামরা,  পোস্ট ও থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ৪। মোঃলুতফর রহমান, পিতা-আমজাদ আলী,  গ্রাম-নরেন্দ্রপুর, পোষ্ট-চরহরিশপুর, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ৫। মোঃআসাদুল ইসলাম (৩৩), পিতা-মোঃ ছালাম শেখ, গ্রাম ও পোষ্ট-চরআসারিয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ৬। মোঃ মেহেদুল ইসলাম (২৩),পিতা-মোঃআব্দুল মোতালেব, গ্রাম-কালিরহাট- হাজিপারা, পোষ্ট ও থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম,

৭। মোঃ মোকছেদুল হক (৩০),পিতা-মোঃ সামছুদ্দিন হক, গ্রাম-দাসিয়াছড়া কালিরহাট, পোষ্ট ও থানা-ফুলবারী, জেলা-কুড়িগ্রাম, ৮। সয়ন সিকদার (২২), পিতা-মৃত সিবদাস সিকদার, গ্রাম-নতুনগ্রাম,

পোষ্ট-গাংনী, থানা ও জেলা-মাগুড়া, ৯। মোঃ আব্দুর রব (৩৭), পিতা-মোঃ নুরুল ইসলাম, গ্রাম-চরঘিকমলা, পোষ্ট-ঘি কমলা, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী, ১০। মোঃ দেলোয়ার হোসেন, পিতা-মোঃ মনিরুল ইসলাম,

গ্রাম-শ্রীরামপুর, পোষ্ট-গোঘরাম, থানা-গোদাগাড়ী,

জেলা-রাজশাহী, ১১। মোছাঃ জান্নাতুল ফেরদাউস (২৬), পিতা-গোলাম মোস্তফা, গ্রাম-গোপখালী,

পোষ্ট-পুকুরজনা, থানা ও জেলা-পটুয়াখালী,

১২। মোছাঃ রেহেনা বেগম, স্বামী-মন্জিল শেখ,

গ্রাম-উত্তলী, পোষ্ট ও থানা-কালিয়া, জেলা-নড়াইল,

১৩। মোছাঃ মুর্শিদা বিবি (৩৭), স্বামী-আঃ মোতালেব,

গ্রাম-কালিরহাট হাজিপাড়া, পোষ্ট ও থানা-ফুলবাড়ী,

জেলা-কুড়িগ্রাম, ১৪। মোছাঃ শরিফা বেগম (২৫),

স্বামী-মোকছেদুল হক, গ্রাম-কালিরহাট হাজিপাড়া,

পোষ্ট ও থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, ১৫। মোঃ রমাজান আলী (০৩), পিতা-মোকছেদুল হক,

গ্রাম-কালিরহাট হাজিপাড়া, পোষ্ট-ফুলবাড়ী,

থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম, ১৬। সুমি (২৫),

স্বামী-সুজন মিয়া, গ্রাম ও পোষ্ট-নবীনগর, পোষ্ট-নবীনগর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ১৭। মোঃ আব্দুল্লাহ (০২ মাস), পিতা-সুজন মিয়া,

গ্রাম ও পোষ্ট-নবীনগর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ১৮। শাপলা আক্তার (২১), মোঃ মারুফ হোসেন, গ্রাম-ঘরকয়ারী, পোষ্ট ও থানা-ফুলপুর,

জেলা-ময়মনসিংহ, ১৯। রুহি (১৮ মাস),

মোঃ মারুফ হোসেন, গ্রাম-ঘরকুয়ারী, পোষ্ট ও থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ।

এর আগেও গত জুলাই ও আগষ্ট ২০২৫ একই সীমানা দিয়ে ৩ দফায় ১ম ৮জন, ২য় বার ১৩ জন ও ৩য় বারে ১৯ জন। এ নিয়ে মোট ৪০জনকে ভারতীয় বিএসএফ ভোলাহাটে পুশইন করলো বলে জানা যায়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ