মোহাম্মদ আলী,স্টাফ রির্পোর্টার:
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় হারুকান্দি বিএনপির উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রথমে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়। হারুকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়ার সভাপতিত্বে সুন্দর ও সুশৃঙ্খলভাবে নান্দনিক পরিবেশে ঘোষাল আদর্শ যুব সংঘ বনাম সোহাগ একাডেমি উত্তর পাড়া(বেতিলা) মধ্যে অংশগ্রহণমূলক খেলা পরিচালিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বুলবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আহমেদ,উপজেলা কৃষকদের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হান্নান মোল্লা,উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজল মাহমুদ আতাউর।
উল্লেখ্য, খেলায় প্রচুর প্রমীলা দর্শকের উপস্থিতি লক্ষ করা গেছে। উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে খেলাটির সমাপ্তি ঘটে।