শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী সহ ০৫ জন জুয়ারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১০৪ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নীলফামারী প্রতিনিধি:

মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার মূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া সৈয়দপুর থানাধীন ১নং ওয়ার্ড সৈয়দপুর পৌরসভা, , ঢেলাপীর উত্তরা আবাসন বিহারী পট্টির জনৈকা মোছাঃ ওয়াহেদা(৬০) স্বামী-অজ্ঞাত সাং- ঢেলাপীর উত্তরা আবাসন বিহারী পট্টি, ১নং ওয়ার্ড সৈয়দপুর পৌরসভা, থানা-সৈয়দপুর ও জেলা- নীলফামারীর এর বাড়ির উত্তর দিকে ফাকা জায়গায় ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া জুয়া খেলারত আসামীগণ পলায়নের চেষ্টা কালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধৃত আসামী ১। আসামী মমিনুর ওরফে বকড়ী (৪৮), ২। মোঃ আল আমিন(২৪) ৩। মোঃ আমিনুর ওরফে চায়না (২৪) ৪। মোঃ আরিফ (২০) ৫। মোঃ আল আমিন (১৮) সকলের সাং- ঢেলাপীর উত্তরা আবাসন বিহারী পট্টি, ১নং ওয়ার্ড সৈয়দপুর পৌরসভা, থানা- সৈয়দপুর , জেলা- নীলফামারীদের আটক করিতে সক্ষম হয়। অতঃপর জুয়ার আসর তল্লাশী করিয়া ০২ সেট পুরাতন তাস ও নগদ ৪৮০ টাকা বিধি মোতাবেক জব্দ করা হয়। ধৃত আসামীদের মধ্যে ১নং আসামী মমিনুর ওরফে বকড়ী কে জিজ্ঞাসাবাদকালে সে অপ্রাসঙ্গিক/উল্টা পাল্টা কথা বার্তা বলিলে ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানায় মমিনুর ওরফে বকড়ী একজন পেশাদার মাদক ব্যবসায়ী তাহার নিকট গাঁজা আছে। অতঃপর ধৃত আসামী মমিনুর ওরফে বকড়ী এর কথামত তার বসতবাড়ীর দক্ষিণ দুয়ারী আধা পাকা টিনশেড ঘরে তার দেখানো মতে স্টীলের আলমারীর ভিতরে সাদা পলিথিনের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় শুকনা গাঁজা মোট ৪০০ (চারশত) গ্রাম ও মাদক বিক্রয়ের নগদ ১০৮০/ টাকা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে পর্যাপ্ত বৈদ্যুতিক ও টর্চ লাইটের আলোতে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা: ধৃত আসামী ১। আসামী মমিনুর ওরফে বকড়ী (৪৮), ২। মোঃ আল আমিন(২৪) ৩। মোঃ আমিনুর ওরফে চায়না (২৪) ৪। মোঃ আরিফ (২০) ৫। মোঃ আল আমিন (১৮) সকলের সাং- ঢেলাপীর উত্তরা আবাসন বিহারী পট্টি, ১নং ওয়ার্ড সৈয়দপুর পৌরসভা, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী।

(খ )ধৃত আসামী ১। মমিনুর ওরফে বকড়ী (৪৮), এর বিরুদ্ধে সৈয়দপুর থানার মামলা নং-২৮, জিআর-১৭৭/২০২৫, তাং-২৫/০৮/২০২৫ খ্রিঃ।
ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ