শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ থানায় রনি হত্যায় পুলিশ আসামী রাজুকে গ্রেফতার করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে: সুনামগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে আসাবিক হোটেল থেকে নয়নতারাসহ আটক ৪ ভোলায় কোস্টগার্ডের ৫ মাসের অভিযানে কোটি টাকার জাল-মাছ, ট্রলার জব্দ, ও ৪৩ ডাকাত আটক। সাদাপাথর লুট – ফাঁসতে পারেন ইউএনও পশ্চিম বীরগাঁওয়ের দুর্দান্ত জয় আতঙ্কে দিন কাটছে দূর্গম চরবাসী,পদ্মায় গিলে খাচ্ছে হাজারো বসতভিটা,নিঃস্ব হয়ে পড়েছে শতাধিক পরিবার। জাফলংয়ে অভিযানে ১৫০০ শ ঘনফুট পাথর উ*দ্ধার : ৫০ টি বারকি নৌকা ধ্বং*স সিলেটে হাওর দখলের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে আবেদন সিলেটে অ স্ত্রসহ ৪ জনকে ধরলো যৌথবাহিনী
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

ভোলায় কোস্টগার্ডের ৫ মাসের অভিযানে কোটি টাকার জাল-মাছ, ট্রলার জব্দ, ও ৪৩ ডাকাত আটক।

স্টাফ রিপোর্টার / ৩৬ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অভিযানে গত ৫ মাসে ৪ হাজার দুইশো ২৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল, ২৩ কোটি ৬২ লক্ষ টাকার জাটকা, ৬ কোটি ৭২ লক্ষ টাকার চিংড়ি রেনু, ১৩৫ কোটি টাকার ট্রলার, ২১ লক্ষ ৬৩ হাজার টাকার মাদক, ২ কোটি ৩৯ লক্ষ টাকার সামুদ্রিক মাছ, ৭ লক্ষ টাকার বিদেশি সিগারেট, ১০৯ কোটি ৪০ লক্ষ টাকার বালু উত্তোলনকারী ড্রেজার এবং দেশী ও বিদেশী ১৫২টি আগ্নেয়াস্ত্র ও গুলি-বোমাসহ ৪৩ জন ডাকাতকে আটক করা হয়েছে।

রোববার (১৭ আগষ্ট) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজ ভোলায় জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. ইমাম হোসেন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে এসব তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমন, অবৈধ ট্রলিং প্রতিরোধ ও সামুদ্রিক জীববৈচিত্র সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।

তারই ধারাবাহিকতায় গত ৫ মাসে ৪ হাজার দুইশো ২৪ কোটি টাকা মূল্যের ৬৫ কোটি মিটার অবৈধ জাল, এক হাজার ৫০০টি বেহুন্দি জাল ও ৫ হাজার ৬০০টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়।

এছাড়াও প্রায় ২৩ কোটি ৬২ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৭৭ হাজার কেজি জাটকা, ২০ হাজার কেজি ইলিশ মাছ, ৩১ হাজার কেজি সামুদ্রিক মাছ, ১৭ হাজার কেজি পাঙ্গাস পোনা এবং ৬ কোটি ৭২ লক্ষ পিস চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণসহ চিংড়ি রেনু পোনা নদীতে অবমুক্ত করা হয়।

এছাড়াও কোষ্টগার্ড ১৩৫ কোটি টাকা মূল্যের ১৩৩টি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয় এবং সার্চ ও রেসকিউ অভিযানে ৫২০ জনকে জীবিত এবং ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং জলদস্যুদের কবল থেকে ৪টি ফিশিং ট্রলার ও ৬৭ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে গত ৫ মাসে ২৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১ রাউন্ড গোলার খোসা, ২৭টি হাত বোমা, ৪টি রকেট ফ্লেয়ার, ৩৯টি দেশীয় ধারালো অস্ত্র ও ২০ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের ডাকাতি করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। অস্ত্রের সঙ্গে ৪৩ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত আটক করা হয়।

তিনি আরও জানান, ২১ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ১৮ কেজি ৮৪০ গ্রাম গাঁজা, ৫টি গাঁজা গাছ ও ৩ হাজার ১৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ২ কোটি ৩৯ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ৯০০ কেজি হাঙর, ৮৪৫ কেজি শাপলা পাতা, ৩০ হাজার ৮০ কেজি অবৈধ পলিথিন, ১০ হাজার ২৫০ লিটার অবৈধ অপরিশোধিত পাম ওয়েল জব্দ করা হয়।

এছাড়াও ১ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ১৯০ কেজি হরিণের মাংস, ১টি হরিণের সিং এবং প্রায় ৭ লক্ষ ৫৪ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৮৮৯টি বিভিন্ন ধরনের আঁতশবাজি ও ১৯ হাজার ৬০০ স্টিক বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের সিগারেট ও অবৈধ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধ বালু উত্তোলনের দায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ মাসে ১০৯ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ৭০টি ড্রেজার ও ৫৮টি বাল্কহেড জব্দ করা হয়েছে। এছাড়াও ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে ১ হাজার ১২০ জন অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ সরবরাহ করা হয়েছে।

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ভোলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মৎস্য সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন। ছবি: কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজ ভোলায় সংবাদ সম্মেলনে কথা বলছেন জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. ইমাম হোসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ