মোহাম্মদ আলী,স্টাফ রির্পোর্টার:
শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিশ্বমানবতার শান্তি ও সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হরিরামপুর উপজেলা শাখা, মানিকগঞ্জ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বিল্টু দত্ত ও উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শা’দত মোঃ শাহীন (মোল্লা এর সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন দুলাল,উপজেলা যুবদলের সদস্য সচিব আবু শাহাদত শাহীন (মোল্লা),উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান মিজান,দিয়াবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস,হরিরামপুর থানার এস আই সায়েম চৌধুরী প্রমূখ। উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা ও শেষে র্যালি দিয়ে সমাপ্ত ঘটে।