মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝিনাইগাতী শিমুলতলীতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহব্বায়ক,কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আতাউর রহমান। উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম,সুলতান মাহমুদ,আরমান মাসুদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
১৫ আগস্ট (শুক্রবার) ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত দোয়া মাহফিলে ঝিনাইগাতী উপজেলার ৩ বারের উপজেলা সফল চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা সাহেবের ভাতিজা মো:মেহেদী হাসান মিলন বলেন, ঝিনাইগাতীর রাজনীতিতে এক পরিচিত ও জনপ্রিয় মুখ মো. আমিনুল ইসলাম বাদশা। ইউনিয়ন পরিষদের সদস্য থেকে শুরু করে চেয়ারম্যান, পরবর্তীতে তিনবারের উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি সাধারণ মানুষের মনে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। সেইসঙ্গে তিনি উপজেলা বিএনপি’র দুই বারের সাবেক সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা বিএনপি’র দুই বারের সাবেক যুগ্ম আহবায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।তিনি আরও বলেন ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আমার জ্যাঠা আমিনুল ইসলাম বাদশা সাহেবের জন্য সবাই দোয়া করবেন।সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং আল্লাহ তায়া’লা যেন আপনাকে দেশ ও জাতির কল্যানে কাজ করার তৌফিক দান করুন।