মোহাম্মদ আলী,স্টাফ রির্পোর্টার।
ফেইসবুক রাজনৈতিক স্ট্যাটাস দেওয়াতে জেলার সদর থানাধীন হাটিপাড়ার পাওনান এলাকার আফজাল মিয়ার পুত্র হাটিপাড়া ইউনিয়ন যুবদলের একনিষ্ঠ কর্মী মোঃ শাকিল মিয়ার ওপর অতর্কিত হামলা করে ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নজরুল এমনটি অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।
১৫ ই আগস্ট শুক্রবার বেলা আনুমানিক ২ ঘটিকায় অত্র এলাকার চকে রাজনীতির জের সূত্র ধরে প্রথমে দুইজনের মধ্যে তুমূল ঝগড়া হয়ে এক পর্যায়ে মোঃ নজরুল উত্তজিত হয়ে হাতের থাকা কাচি দিয়ে মোঃ শাকিলকে আঘাত করে জঘম ও মুখ দিয়ে কামড় দিয়ে গুরুতরভাবে আহত করে বলে স্থানীয় সূত্রে এমনটি জানা গেছে।
সূত্র আরো জানা গেছে, উভয়পক্ষের হাতাহাতি দেখি স্থানীয়া সমাধানের জন্য ছুটে জান এবং তাদের আলাদা করে দিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য অনুরোধ জানান।
পরবর্তীতে মোঃ নজরুল তার প্রভাব খাটিয়ে তার লোকজন নিয়ে মোঃ শাকিল মিয়ার বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিয়ে আসেন এবং তোরা কিছুই করতে পারবি না এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে আসে।
পাড়াপ্রতিবেশি মোঃ নজরুলকে মীমাংসা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানায়।
ভুক্তভোগী পরিবারের আরো জানান, ওপর মহলে বিষয়টি খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নেওয়া জোরদার দাবি জানান এবং তার ছেলের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে।
এ বিষয়টি নিয়ে নজরুল ইসলামকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি বলেন, তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং মাদক-নেশা বন্ধের বিষয়টি নিয়ে আমি ইউনিয়নে জোরালোভাবে রাজনৈতিক সহায়তায় কাজ করার ক্ষেত্রে আমার নানা কাজে মোঃ শাকিল বাধাবিঘ্ন দেওয়াসহ তাকে নিষেধ করাতেই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে আরো জানান,মোঃ শাকিল মোল্লার ওপর অতর্কিত হামলা খুব দুঃখজনক। আমরা এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এর সুষ্ঠু সমাধানের জোরদার দাবি জানাচ্ছি।
জোলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা কে মুঠোফোনে জিজ্ঞেসা করলে তিনি জানান, আমি বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। দলীয় পরিচয়ে কেউ দলের সাংগঠনিক বর্হিভূত কাজ করলে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ঘটনার সততা প্রমান হলে জেলা বিএনপি কার্যকরী পদক্ষেপ নিবে।