শিরোনাম
সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কাজী আখতার উল আলম সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত।  সুনামগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে” জেলার চোরাকারবারি, মাদকসহ সবধরনের অপরাধ দমন করার আশ্বাস প্রদান করেন—নবাগত পুলিশ সুপার   বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সুনামগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এড.নুরুল ইসলাম নুরুল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত। মল্লিকপুর বগি লাইনচ্যুত: তেলবাহী ওয়াগন ছিলো খালি তাই হয়নি ক্ষয়ক্ষতি  বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিলেট নগরীর বন্দরবাজারে তালহা রেস্ট হাউজে ডিবির অ ভি যা ন ৫ জন গ্রে ফ তা র
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

সরকার বিরোধী ৭৬ জন পুলিশ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জায়গায় স্থানান্তর

স্টাফ রিপোর্টার / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্

ক্ষমতা বদলের পর দেশের আইনশৃঙ্খলা বাহিনীতে চলছে একের পর এক রদবদল। এবার হঠাৎ করেই ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) থাকা ৭৬ জন পুলিশ কর্মকর্তাকে রাজধানী ঢাকা থেকে সরিয়ে দেশের বিভিন্ন রেঞ্জ, জেলা ও ইউনিটে সংযুক্ত করেছে সরকার। এদের মধ্যে রয়েছেন ১১ জন উপমহাপরিদর্শক (ডিআইজি) স্তরের শীর্ষ কর্মকর্তা। প্রশাসনিক মহলে এ পদক্ষেপ ঘিরে জোরালো আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র বলছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে থাকা এ কর্মকর্তারা বর্তমান সরকারের প্রতি অনাস্থা পোষণ করছিলেন। ঢাকায় অবস্থান করে তারা নানা গোপন বৈঠকে যুক্ত ছিলেন। এমনকি তাদের কেউ কেউ সরকারের গোপন ও সংবেদনশীল নথিপত্র বাইরে পাচারের চেষ্টাও করেছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। এসব শঙ্কা থেকেই সরকার পদক্ষেপ নিয়েছে তাদের ছড়িয়ে দেওয়ার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ওএসডি থাকা এ কর্মকর্তারা ঢাকায় থেকেই নিজেদের মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ঘন ঘন বৈঠকে মিলিত হতেন। তাদের এ বৈঠকে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা হতো বলেও দাবি গোয়েন্দা সংস্থাগুলোর।

এ পরিপ্রেক্ষিতে ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে ৭৬ কর্মকর্তাকে ঢাকার বাইরে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করে। মূল উদ্দেশ্য—একত্রিত হয়ে কোনো গোপন ষড়যন্ত্র বা সমন্বয় গড়তে না পারা।

জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, ওএসডি থাকা কর্মকর্তাদের সংযুক্তির সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়েছে। এটি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

তবে সরকারি দপ্তরগুলো এ পদায়নকে স্বাভাবিক প্রশাসনিক রদবদল হিসেবে দেখালেও অভ্যন্তরীণভাবে এর পেছনে রাজনৈতিক শঙ্কা ও নিরাপত্তাগত বিবেচনা বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিরাপত্তা বিশ্লেষক ও প্রশাসনিক সূত্রগুলো বলছে, ঢাকায় অবস্থান করে এ কর্মকর্তারা সাবেক সরকারের ‘নির্ভরযোগ্য মুখ’ হিসেবে বিবেচিত ছিলেন। বর্তমান সরকারের অনেক সিদ্ধান্তের বিরোধিতা করেন বলে গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। বিশেষ করে গোপন নথি ফাঁসের আশঙ্কা প্রশাসনকে সতর্ক করে তোলে। ফলে ওএসডি রেখেই তাদের ঢাকার বাইরে সরিয়ে দিয়ে বিচ্ছিন্ন রাখার কৌশল নিয়েছে সরকার।

উল্লেখ্য, সরিয়ে ফেলা ৭৬ কর্মকর্তার মধ্যে ১১ জন ডিআইজি রয়েছেন। তাঁদের মধ্যে মিরাজ উদ্দিন আহম্মেদ, মো. ইলিয়াছ শরীফ ও মো. মনিরুজ্জামানকে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

মুল রিপোর্টঃ কওমি কন্ঠ


এই ক্যাটাগরির আরো সংবাদ