শিরোনাম
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সনের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান দৈনিক সুনামগঞ্জের খবরের চতুর্দশ বর্ষপূর্তির আড্ডায় স্মৃতিচারণ সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ছাতকে থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা গ্রেফতার জুলাই আন্দোলনের দুই কান্ডারি -আব্দুল খালেক শুভ ও সিরাজুর রহমান খান সজীব। বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল হত্যা মামলায় মৃত্যুদণ্ড ৮ জন, যাবজ্জীবন ৭ জনের মৌলভীবাজারের রাজনগরে যৌথ বাহিনীর অভিযানে – এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার মানিকগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী -মোঃ জাহিদুর রহমানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত। জেলা প্রশাসক বরাবরে দরখাস্ত বিয়ানীবাজারে কথিত মানববন্ধনটির তথ্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ধূলাবালুতে অতিষ্ঠ পদ্মারপাড়ের জনজীবন,স্বাস্থ্যহীনতায় ভূগছে কমলমতি শিশু শিক্ষার্থীরা,প্রশাসনের নেই কোন কার্যকর পদক্ষেপ।
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

মানিকগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী -মোঃ জাহিদুর রহমানের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার / ৭৫ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার।

৩০ শে জুলাই রোজ বুধবার বেলা ৫ ঘটিকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ জাহিদুর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক বাজারে এক নির্বাচনী পথসভা ও গণসংযোগে অংশ নেন।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
জামায়েত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ জাহিদুর রহমান জানান,জনগণের অধিকার ফিরিয়ে দিতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং একটি আদর্শিক কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে আমি রাজনীতিতে এসেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।”

উক্ত পথ সভায় উপস্থিত নেতৃবৃন্দ:ডা. মোঃ সাহিদুর রহমান খান, লোকমান হোসেন (আমীর, হরিরামপুর উপজেলা জামায়াত), অ্যাডভোকেট জামাল উদ্দিন (নায়েবে আমীর, সদর উপজেলা), সেকেন্দার আবু জাফর (নায়েবে আমীর, হরিরামপুর জামায়াত), সিংগাইর উপজেলার জামায়াত নেতৃবৃন্দ, হরিরামপুর উপজেলা নেতৃবৃন্দ, হাটিপাড়া ইউনিয়ন, ভাড়ারিয়া ইউনিয়ন ও বলড়া ইউনিয়নের নেতৃবৃন্দসহ আরও অনেকে।

উপস্থিত বক্তারা জানান, সরকারের সীমাহীন দুর্নীতি, বিচারহীনতা ও জনগণের ওপর দমন-পীড়নের চিত্র তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে জনগণের ন্যায়ের পক্ষে রায় দেয়ার আহ্বান জানান। সর্বোপরি দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতেরতের মাধ্যমে সমাপ্তি ঘটে।


এই ক্যাটাগরির আরো সংবাদ