মোহম্মদ আলী মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হাটিপড়ার বরুন্ডি এলাকায় পূর্বের শত্রুতার জেরে রাতের আধারে প্রায় ৪০০ লাউ গাছের চারা কেটে ছিড়ে নষ্ট করে ফেলেছে দুষ্কৃতিকারীগণ।
সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি গ্রামের যুব কৃষি উদ্যোক্তা শহীদুল ইসলাম ৪০ শতক জমিতে অধিক লাভের আশায় আগাম লাউ চাষ করেন। শহীদুল ইসলাম বলেন আমি প্রায় দুই লক্ষ টাকা খরচ করে লাউ চাষ করেছি।
লাউ চাষের আগে গোবর সার জমি তৈরী করেন। বৃষ্টি থেকে লাউয়ের চারা রক্ষার জন্য মাটি উঁচু করে কেইল করে দেন। মালচিং পেপার দিয়ে ঢেকে দেই। বাড়িতে তৈরীকৃত লাউয়ের চারা জমিতে রোপন করি। বাঁশ ও সুতা দিয়ে সম্পূর্ণ জমিতে মাচা তৈরী করে দেই। নিয়মিত পরিচর্যা করার ফলে লাউয়ের চারাগুলো বড় হয়ে মাচায় উঠে। কিন্তু লাউ গাছও রেহায় পেলনা দুষ্কৃতিকারীদের হাতে।
ভুক্তভোগী পরিবার জানায়,আমার লাউয়ের চারাগুলো নষ্ট করার ফলে আমি অনেক পিছিয়ে গেলাম। আমার এই ক্ষতি থেকে উঠে আসা খুবই কষ্টকর হবে।
স্থানীয় জনপ্রতিনিধি আরে জানা যায়, পূর্ব শ্রুত্রার জেরে রাত্রের আধাঁরে লাউ গাছগুলো কেটে ছিড়ে নষ্ট করা হয়েছে। এলাকার লোক জন লাউ গাছগুলো নষ্ট করার ফলে খুব প্রকাশ করেন।