মোহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
২৯ শে জুলাই রোজ মঙ্গলবার মানিকগঞ্জ জেলার হরিরামপুর ইসলামিক ফাউন্ডেশেনর উদ্যোগে মসজিদের সম্মানিত ইমাম, শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ সাথে বাংলাদেশ গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত মতবিনিময় সভায় আলোচনা করেন হরিরামপুর গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প(।।।) উপজেলা সমন্বয়কারী জনাব, মো: মাসুম মিয়া ,এবং ইসলামিক ইসলামিক ফাউন্ডেশেনর পক্ষে আলোচনা করেন সুপারভাইজার জনাব , মো: সিরাজুল ইসলাম । আলোচনায় যে সকল বিষয় তুলে ধরা হয়, স্থানীয় জনগণ যাতে স্বল্প খরচে , দ্রুত সময়ে বিচার পায় , গ্রাম আদালত বিচার ব্যবস্থা কোন উকিল এর প্রযোজন হয় নাই । তিন লক্ষ টাকার দেওয়ানি এবং ফৌজদারী মামলা দ্রুত নিষ্পত্তি করা য়ায।
দেওয়ানি মামলার ফিস বিশ টাকা এবং ফৌজদারী মামলা ফিস দশ টাকা ।
হরিরামপুর ১৩টি ইউনিয়নে সপ্তাহে এক দিন করে গ্রাম আদালতে এজলাসে বসে বিচার ব্যবস্থা নিশ্চিত করা এবং স্থানীয় ছোট খাট বিরোধ নিষ্পত্তি করা হয় ।
থানা এবং কোর্ট-এ না গিয়ে ইউনিয়ন পরিষদে মাধ্যমে গ্রাম আদালতে বিচার করার পরামর্শ প্রদান করেন । উক্ত বিষয় গুলো ইসলামিক ফাউন্ডেশেনর উদ্যোগে মসজিদের সম্মানিত ইমাম, শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ সাথে বাংলাদেশ গ্রাম আদালত বিষয়ে আলোচনা করা হয় ।