নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীতে টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ২৪০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৎস্য খাতে। এই খাতে ক্ষতির পরিমাণ ১৩৫ কোটি ৯ লাখ টাকা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৮ জুলাই থেকে শুরু হওয়া এই বন্যায় জেলার ছয় উপজেলার ৫৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় পানিবন্দি রয়েছেন দুই লাখ তিন হাজার মানুষ।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলার ছয় উপজেলার ১৭ হাজার ৪৬০ পরিবার এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। সরকারি বিভিন্ন দপ্তর থেকে নেওয়া তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত মোট ৪৫ হাজার ৭০৩ জন মানুষ এখনও জলাবদ্ধতার ভোগান্তিতে আছেন।