স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সারি নদীর তীরবর্তী গাতিগ্রাম, আনন্দ বাজার ও সীমার বাজার সংলগ্ন সারি নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিযে চলছে বালু উত্তোলন।বালু উত্তোলনে নের্তৃত্ব দিচ্ছে একটি প্রভাবশালী চাদাবাজচক্র। জানাগেছে প্রতিটি বালুবাহী ড্রেজার নৌকা থেকে নিয়মিত চাদা আদায় করছে ১০নং পশ্চিম আলীর গাও ইউনিয়নের বুধিগাও হাওড় গ্রামের মৃত সহিম উদ্দিন’র ছেলে সোনালী,আব্দুল হাজিজ’র ছেলে ফিরোজ,রাহেদ মিয়ার ছেলে মজিবুর রহমান ও সোবান মিয়ার ছেলে মানিক মিয়া সরেজমিন পরিদর্শনে করতে গিয়ে জানাগেছে,গাতিগ্রাম, আনন্দ বাজার,সীমার বাজারের পূর্ব পাশের সানকী ভাঙ্গা এলাকা সংলগ্ন সরকারী বেরীবাদ, নলজুরী খালের মুখ ও বাওন হাড়র এলাকা সংলগ্ন সারি নদীতে ড্রেজার মেশিনের নৌকা দিয়েু বালু উত্তোল করে সারি নদীর তীরবর্তী স্থানে বালুর স্টক করছে।এছাড়াও অন্যান্য ড্রেজারের নৌকা থেকে ৩ টাকা ফুট হিসাবে চাদা আদায় করছে। সারি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ভাঙ্গন কবলে রয়েছে সানকী ভাঙ্গা এলাকা সংলগ্ন সরকারী বেরীবাদ, ১০ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা। বাওয়ন হাওড় গ্রামের মসজিদ,কবরাস্থান-ঈদগাহ মাঠ,বসতবাড়ীসহ শত বিঘা ফসলী জমি । এব্যাপারে, বুধিগাও এলাকার দুলাল মিয়া ও রহিম উদ্দিন শেওলারটুক গ্রামের লাল মিয়া ও বাবুল মিয়া,বাওন হাওড়র গ্রামের তাজুল ইসলাম,ইয়াকুব আলী,ইউসুব আলী বলেন, প্রতি বছর বর্ষার মৌসুমে বুধিগাও এলাকার সুনালী,মজিবর,ফিরুজ ও মানিক নের্তৃত্বে সঙ্গবদ্ধ একটি চাদাবাজ চক্র সারি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের পাশাপাশি অন্যান্য ড্রেজার নৌকা থেকে প্রশাসনের নামে চাদা উত্তোলন করে।নদী ভাঙ্গন রোধে বালু উত্তোলনে কেউ বাধা নিষেধ করলে তাদের উপর হামলা চালায় সঙ্গবদ্ধ চক্রের সদস্যরা। একই অবস্থা,তিতকুল্লীর হাওড়,নাইন্দার হাওড়,সানকী ভাঙ্গা দক্ষিণ পাড়া সারি নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের।এর ফলে হুমকিতে পড়েছে বুধিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরকারী রাস্তাঘাট,মসজিদ-মাদ্রাসা,বসত বাড়ী,ফসলী জমি।এতে করে ভাঙ্গন আতস্কে রয়েছে নদী পাড়ের মানুষ। সারি নদীর তীরবর্তী পশ্চিম নাইন্দার হাওড়, জাফলং নদীর বাংলা বাজার, নয়াগাঙ্গের পাড়, এলাকায় একাধিক ড্রেজার মেশিন দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোসৎব। বছরের পর বছর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষুদ্ধ এলাকাবাসী।এ ব্যাপারে বাউর ভাগ এলাকার আব্দুল মতিন বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বাউর ভাগ পুড়াবাড়ী এলাকা নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে,বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দ্রæত হস্থক্ষেপ কামনা করেন তিনি। এব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন,সারি নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ট্রাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের সাথে জাড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। সারি নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বালুর নৌকা থেকে চাদা উত্তোলনের বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন,ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও নৌপথে বালুর নৌকা থেকে চাদাবাজির বিষয়টি তিনি শুনেছেন.তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে। সারি নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন প্রশাসন এমন প্রত্যাশা এলাকাবসীর।